কলকাতা: রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী। ডিভিসির জলাধার থেকে জল ছাড়ার কারণেই এই ‘ম্যান মেড’ বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। পাঞ্চেত, মাইথন, তেনুঘাট এই তিন জলাধার থেকেই জল ছাড়া হয়েছে।
ডিভিসির কারণেই বাংলায় বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে বলে চিঠিতে দাবি করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই বন্যা সম্পূর্ণ ‘ম্যান মেড’ বলেও কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত চলবে দুর্যোগ
চিঠিতে মুখ্যমন্ত্রী আরও জানান, বাংলা দেশের পূর্বাংশে অবস্থিত হওয়ায়ে একাধিক নদী বঙ্গোপসাগরে পড়ার আগে বাংলার ওপর দিয়ে প্রবাহিত হয়।যারফলে, অনেকসময়ই বিহার-ঝাড়খন্ড সীমান্তে দামোদর নদ সংলগ্ন এলাকায় অতিরিক্ত জল প্রবাহের সৃষ্টি হয়।
ফলে স্বাভাবিক বৃষ্টিপাতেও বাঁধগুলিতে প্রবল জলপ্রবাহ বেড়ে যায়। তিনি আরও বলেন, ডিভিসি ইচ্ছে করেই পলি মাটি পরিস্কার করছে না। পলি পরিস্কার করলেই অতিরিক্ত আরও দুই লক্র কিউসেক জল ধারন করা যেত বলে চিঠিতে পরিস্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: Breaking: অসুস্থ বুদ্ধদেব গুহকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী
আর এই অতিরিক্ত জল ছাড়ার জন্যই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার মতো একাধিক জেলায় বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে বলে চিঠিতে জানিয়েছেন মমতা। উল্লেখ্য, বুধবার সকালেই বাংলার বন্যা পরিস্থিতি নিয়ে জানতে মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরেই এবার প্রধানমন্ত্রীকে মমতার পত্রবোমা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহালমহল।
লাগাতার বর্ষণে নদীর বাঁধ ভেঙে রাজ্যের বহু এলাকা জলের তলায় চলে গিয়েছে। এই পরিস্থিতিতে বুধবার হেলিকপ্টারে হাওড়া ও হুগলির প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।