হুগলি: লোকসভা ভোট আসন্ন, জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক এবং সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বর্ধমান, উত্তরবঙ্গের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে হুগলি জেলা (Hooghly)। আগামী ১২ ফেব্রুয়ারি হুগলি জেলায় যাবেন মুখ্যমন্ত্রী। হুগলি জেলার আরামবাগে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী বলেই নবান্ন (Nabanna) সূত্রে খবর। পাশাপাশি ১৬ ও ১৭ ফেব্রুয়ারি বীরভূম জেলাতেও যেতে পারেন মমতা। সেই মতো প্রস্তুতিও নিতে শুরু করেছে নবান্নের শীর্ষ মহল বলেই সূত্রের খবর। বীরভূম জেলায় সরকারি পরিষেবা প্রধান অনুষ্ঠান কর্মসূচিতে যোগদানের পাশাপাশি রোড শোও করতে পারেন তৃণমূল সুপ্রিমো।
২৪-এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য রেখে হুগলির আরামবাগ (Arambag)-এ সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করেছে রাজনৈতিক মহল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে হুগলির আরামবাগে পদ্মশিবির ক্রমেই তাদের জমি শক্ত করেছে। বেশ কিছুটা দুর্বল হয়েছে শাসক শিবির। লোকসভা ভোট যখন আসন্ন, তখন সেই আরামবাগেই সরকারি পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগের কালীপুরে মমতার ওই সভা হবে ১৩ ফেব্রুয়ারি দুপুরে। ওইদিন থেকেই লোকসভা ভোটের ঘন্টা বাজিয়ে দেবেন তৃণমূল সুপ্রিমো, এমনটাই মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুন: মমতা-অভিষেক বৈঠকের পরেই নয়া জল্পনা, কারা হচ্ছেন রাজ্যসভা ভোটের প্রার্থী?
গত লোকসভা ভোটে হুগলিতে জিতেছিলেন বিজেপি (BJP)-র লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। কিন্তু গত পাঁচ বছরে নানাবিধ কারণে হুগলি লোকসভায় হারের ক্ষত তৃণমূল ক্রমশ সারিয়ে তুলেছে। অন্তত বিধানসভা ভোট এবং তার পরবর্তী ভোটের ফলাফল সে কথাই বলছে। আরামবাগ লোকসভা (Arambagh Lok Sabha Constituency)-র সাতটি বিধানসভার মধ্যে একটি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। বাকি ছ’টি হুগলি জেলার অন্তর্গত। গত বিধানসভা ভোটের ফলাফল বলছে, মোট সাতটির মধ্যে আরামবাগ, খানাকুল, পুরশুড়া এবং গোঘাট, এই চারটি বিধানসভায় জিতেছিল বিজেপি। বাকি তিনটি হরিপাল, তারকেশ্বর এবং চন্দ্রকোণায় জয় পেয়েছিল তৃণমূল (TMC)। বিধাসনভা ভিত্তিক লোকসভার ফলাফল অনুযায়ী বিজেপি প্রায় ৬০ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে। ফলত আসন্ন লোকসভা নির্বাচনে হুগলির এই এলাকায় তৃণমূল কতটা প্রভাব ফেলতে পারে সেটা নির্বাচনী লড়াইয়ে বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয়।
আরও খবর দেখুন