কলকাতা: মে মাসের প্রথম সপ্তাহে নবাবের জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার মেদিনীপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, আগামী মাসে মুর্শিদাবাদ যাচ্ছি। মুর্শিদাবাদের (Murshidabad) ওয়াকফ আইনের বিরোধীতায় যে অশান্তি ছড়িয়ে ছিল তা নিয়ে মমতা বলেন, বহিরাগত ও স্থানীয়দের একাংশ এই অশান্তি বাঁধিয়েছে। এর পিছনে বড়সড় চক্রান্ত রয়েছে। মমতা বলেন, “দু’টি জায়গায় ঝামেলা হয়েছে। এর পিছনে চক্রান্ত আমরা ফাঁস করব।
সূত্রের খবর, আগামী মাসের প্রথম সপ্তাহেই মুর্শিদাবাদ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। তার আগে দিঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধন কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি সেরেই মুর্শিদাবাদে যাবেন মুখ্যমন্ত্রী। এদিন সভা থেকে বলেন, “মুর্শিদাবাদের ধুলিয়ানের দু’টি জায়গায় ঝামেলা হয়েছে। বহিরাগতরা স্থানীয়দের একাংশদের নিয়ে অশান্তি বাঁধিয়েছে। আমরা সেই চক্রান্ত ফাঁস করবই। মে মাসের প্রথম সপ্তাহে মুর্শিদাবাদ যাব।” নিজে অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা করবেন বলে সভা থেকে জানিয়েছেন মমতা। সরকার তাঁদের সকলের পাশে আছে এবং থাকবে।
আরও পড়ুন: ‘স্কুলে ফিরুন’ চাকরিহারাদের মমতার বার্তা
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, মুর্শিদাবাদের হিংসায় যে তিনজনের প্রাণ গিয়েছে, তাঁদের পরিবারকে রাজ্য় সরকারের তরফে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও অশান্তি জেরে যাঁদের বাড়ি ও দোকান ভাঙচুর করা হয়েছে, গৃহহারাদের বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় বাড়ি তৈরি করে দেওয়া হবে। যাঁদের দোকান ভাঙচুর করা হয়েছে, তাঁদের ক্ষয়ক্ষতির হিসাব হয়ে গেলে সেই টাকাও সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে। এদিন মমতা জানান, যাঁরা অশান্তির ফলে জীবন হারিয়েছেন, প্রয়োজনের সেই পরিবারগুলির বাচ্চাদের পড়াশোনার দায়িত্বও নেবে রাজ্য সরকার।
দেখুন ভিডিও