কলকাতা: বাংলাকে ধমকানো, চমকানো যাবে না, সোমবার নাম না করে ফের কেন্দ্রকে হঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিন ধনধান্য অডিটোরিয়ামে কন্যাশ্রী দিবসে দশম বর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন।
তিনি বলেন, বাংলার সংস্কৃতি আরও এগিয়ে চলুক। কেউ যেন থামাতে না পারে। বাংলাকে আমরা চমক দেখাব, উন্নয়নের সঙ্গে। বাংলাকে ধমকানি নয়, চমকানি নয়। আমাদের লুকিয়ে খাওয়ার অভ্যাস নেই। বাংলার মেয়েরা বিশ্বসেরা। এরাই একদিন বাংলাকে উচ্চতম স্থানে নিয়ে যাবেন। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই তৃণমূলের দাবি, রাজ্যের বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। এমনকী বিভিন্ন দিক থেকে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলেও অভিযোগ করে। রাজ্যের বকেয়া টাকা না দিলে আগামী ২ অক্টোবর দিল্লি যাওয়ারও হুমকি দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এরই মাঝে মমতার এই হঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
আরও পড়ুন: যাদবপুর-কাণ্ডে তলব আরও ৬ ছাত্রকে
মমতা বলেন, বাংলা আমার কাছে আমার ঘর। আমার ঘর, মায়ের শাড়ির আঁচল, আম্মার শাড়ির আঁচল। হিন্দু, মুসলিম, শিখ, সবাই একসঙ্গে থাকবে। বাংলা সংহতির এক প্রধান কেন্দ্র। স্বাধীনতা দিবসের আগের দিন মুখ্যমন্ত্রী আরও বলেন, দেশের জন্য যারা করেছিলেন, তাঁদের আমরা মনে রাখব। বাংলা থেকে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল। আমরা আমাদের মণিষীদের মনে রাখতে চাই।
বক্তৃতার শেষে নিজের লেখা কবিতাও পাঠ করেন মুখ্যমন্ত্রী। ওই কবিতাটির নাম আমার ঠিকানা। মুখ্যমন্ত্রী জানান, এই কবিতাটি তিনি লিখেছিলেন সিঙ্গুর নিয়ে আমরণ অনশনের ২৬তম দিনে। বক্তৃতার একেবারে শেষে মমতা স্লোগান দেন, জয় বাংলা, জয় ইন্ডিয়া।