পানাজি: তিন দিনের সফরে বৃহস্পতিবার (Thursday) গোয়ায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (CM Mamata Banerjee)। এ দিন বিকেলে বাগডোগরা থেকে বিমানে পানাজিতে নামলেন মমতা। তাঁর এই গোয়া সফরের(Goa) দিকে তাঁকিয়ে রয়েছে সারা দেশ। রাজনৈতিক ভাবেও এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। তা যে একেবারেই মিথ্যে নয় তারও ইঙ্গিত মিলেছে এ দিন৷ পানাজি বিমান বন্দর থেকে গোয়ায় দলীয় কার্যালয়ে যাওয়ার রাস্তার পাশে একাধিক জায়গায় পোস্টার পড়েছে৷ তাতে বড় বড় করে লেখা ‘জয় শ্রী রাম’৷ সূত্রের দাবি, এই পোস্টার বিজেপির তরফেই টাঙানো হয়েছে৷ গোয়ার একাধিক জায়গায় এই পোস্টার লাগানো হয়েছে৷ এর থেকেই অনেকেই মনে করছেন মমতার গোয়া সফরকে অনেকেই যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন৷
All of #Goa is ready for the FIERCEST leader of this nation, the only sitting woman CM of this country – @MamataOfficial!
A very warm welcome to our Chairperson Smt. Mamata Banerjee! @AITC4Goa @AITCofficial @ANewDawnForGoa pic.twitter.com/Z5OD96zrO2
— Nirmal Ghosh MLA (@NirmalGhoshMla) October 28, 2021
এ দিন পানাজি বিমান বন্দরে মমতা বন্দোপাধ্যায় পৌঁছতেই বহু তৃণমূল কর্মী সমর্থকদের দেখা যায়৷ বাংলা মুখ্যমন্ত্রী দেখতেই তাঁরা গোয়াতে স্বাগত জানাতে থাকে৷ কেউ কেউ টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছেন৷ অনেকেই আবার ‘জয় শ্রী রাম’ লেখা হোড়িং-র ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছেন৷
Jai Shree Ram @MamataOfficial didi.
Welcome to Goa. pic.twitter.com/G7gxxbDqbJ— Shubham Parsekar (@Parsekar0072) October 28, 2021
আরও পড়ুন-উইলিয়ামসনদের বিরুদ্ধে দলে দুই পরিবর্তনের পরামর্শ সুনীল গাওস্করের
তৃণমূল সূত্রে খবর, তিনদিনের গোয়া সফরে বহু এলাকা পায়ে হেঁটে ঘুরবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোয়ার বহু রাজনৈতিক এবং সাংষ্কৃতিক ব্যাক্তিত্বের সঙ্গে দেখা করবেন গোয়া তৃণমূল কংগ্রেসের তরফে মধ্যাহ্নভোজের আয়োজনও করা হয়েছে৷ দফায় দফায় চা চক্র থেকে মধ্যাহ্নভোজের মাধ্যমে তৃণমূল সুপ্রিমো কাদের সঙ্গে দেখা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে।
Welcoming @MamataOfficial to Goa !!! pic.twitter.com/iT3TfUrEHQ
— Giriraj Pai Vernekar (@girirajpai) October 28, 2021
আগামী ২০২২ সালে নির্বাচন রয়েছে গোয়ায়৷ সেই নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসাবে তৃণমূল কংগ্রেস নিজেদের প্রতিষ্ঠা করতে মরিয়া হয়ে উঠেছে৷ ত্রিপুরা (Tripura) ও অসমের (Assam) সহ গোয়াও এখন তৃণমূলের কাছে পাখির চোখ৷ গোয়া জয়ের লক্ষ্যে এখন ঝাঁপিয়ে পড়েছে তারা৷
আরও পড়ুন-আরিয়ান মামলার অফিসার ইনচার্জ সমীর ওয়াংখেড় নন, সাফ জানাল NCB
ইতিমধ্যে, বিজেপিকে হারাতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সব ব্যক্তিত্ব, সংস্থা এবং রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন৷ মমতার অভিযোগ, গত ১০ বছর ধরে গোয়ার মানুষকে অনেক কষ্ট করতে হয়েছে। সকলে ঐক্যবদ্ধ হলে নতুন সরকার গঠিত হবে। যা গোয়ায় এক নতুন ভোর নিয়ে আসবে। নতুন সরকার মানুষের সরকার হোক, মানুষের সমস্যা বুঝুক এটাই কাম্য।’