কলকাতা: শুক্রবার ১৯৯৩ সালের যুব কংগ্রেসের সমাবেশে শহীদ ১৩ জনের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এটদিন ২১ জুলাইয়ের সমাবেশ যাওয়ার আগে কালীঘাটে নিজের বাড়িতে তাদের সঙ্গে কথা বলেন তিনি। এতদিন যেভাবে পাশে ছিলেন আগামীতেও যেন তারা পাশে থাকেন, সে বিষয়েও জানান তাদের।
মমতার বাড়ির সামনে প্রতিবছরের মত থিকথিকে ভিড়ের ছবি লক্ষ্য করা যায়। যাতে এক ঝলক তৃণমূলনেত্রীকে দেখতে পাওয়া যায়। তারই মাঝে শহীদ হওয়া ১৩ জন পরিবারের সদস্যরাও আজকের কালীঘাটে তাঁর বাড়ির সামনে হাজির। এ কথা জানার পরই তাঁদের সঙ্গে দেখা করেন মমতা। তাদের বলেন, কোন অসুবিধা হলে আমাকে বলবেন। আগেও আপনাদের পাশে ছিলাম আগামীতেও আপনাদের পাশে থাকবো।
প্রতি বার ২১ জুলাইয়ের সমাবেশেই তাঁরা তৃণমূলের মঞ্চে হাজির থাকেন। নিয়ম করে প্রতি বার কথা বলে ভালমন্দ জেনে নেন মমতাও। কিন্তু এ বারই প্রথম কালীঘাটে মমতার বাড়িতে এসে ১৩ জন মৃতের পরিবারের সদস্যেরা তাঁর সঙ্গে দেখা করলেন। তাদের সঙ্গে দেখা করার পরই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন মমতা।
এদিকে আজই কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সশস্ত্র সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে কালো গাড়িতে অপেক্ষা করছিল ওই ব্যক্তি। পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তার থেকে সদুত্তর না পাওয়া গেলে তাকে আটক করে পুলিশ। তার কাছ থেকে ভোজালি, মাদক সহ বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম নূর আমিন।
পুলিশ আরও জানায়, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পুলিশ লেখা স্টিকার লাগানো কালো গাড়িতে তিনি অপেক্ষা করছিল। পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই ব্যক্তি ভুয়ো পুলিশের পরিচয়পত্র দেখায়। সন্দেহ হলে তাকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, ওই ব্যক্তির বাড়ি মেদিনীপুরে। এর আগেও মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে থেকে একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটকে করে পুলিশ। এদিন ফের ২১ জুলাইয়ের আগে এমন ঘটনায় মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।