কলকাতা: ফুলবাড়ি ডাবগ্রামের সভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বললেন, শুধু ভারতে নয় লক্ষ্মীর ভাণ্ডার সারা পৃথিবীতে আমরাই চালু করেছি। সারাজীবন পর্যন্ত চলবে। এদিন উত্তরবঙ্গের একাধিক প্রকল্পের জন্য বরাদ্দ ঘোষণা করেন তিনি। ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প চালু করেছিলেন তৃণমূল নেত্রী। বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এই প্রকল্পকে। প্রথমে বাড়ির মহিলাদের হাতে মাসোহারা ৫০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসরদের জন্য আর একটু বেশি টাকা করে দেওয়ার ঘোষণা হয়। পরবর্তীতে তা আরও বাড়িয়ে ১০০০ আর ১২০০ করে দেওয়া হয়। শুধু বাংলা নয় বেশ কয়েকটা রাজ্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে রোল মডেল করে মহিলাদের জন্য প্রকল্প এনেছেন।
মুখ্যমন্ত্রী বলেন, “অনেকে অনেক কথা বলে। এত দেব, অত দেব। দাওনি কেন এতদিন? বাঘে খেলেও তো দেখতে আসো না। শুধু বড় বড় ভাষণ দেয়। লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম। সারাজীবন পর্যন্ত চলবে। কেউ কেউ এখন থেকে বলছে এত দেব, অত দেব। নির্বাচনের আগে যা বলেছিল, দেয়নি। মুম্বইয়ে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানে দেয়নি। এরা ভোটের আগে একরকম বলে। ভোটের পরে ভুলে যায়। আমি যা বলি, আমরা সেটা করি।” তিনি আরও বলেন, জিতলে খাদ্যসাথী করব, করে দিয়েছি। দুয়ারে রেশন। আমরা যেটা বলেছিলাম, সেটা করেছি। লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি। আমরা বলেছিলাম স্টুডেন্টদের মধ্যে ১০ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব। করে দিয়েছি। একটা জিনিস মনে রাখবেন, কথা থেকে কখনো সরে যাই না।”
আরও পড়ুন: বাংলাকে বদনাম করছে কেউ কেউ, কাদের দিকে ইঙ্গিত মমতার?
দেখুন ভিডিও