কলকাতা: বৃহস্পতিবার এসএসকেএমে (SSKM) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাঁটুর চিকিৎসা হতে পারে বলে সূত্রের খবর। এসএসকেম সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর হাঁটুতে ফ্লুইড জমেছে। চিকিৎসার পরিভাষায় একে বলে সাইনোভিয়াল ফ্লুইড।
হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসা করাতে এদিন উডবার্ন ব্লকে আসবেন মুখ্যমন্ত্রী। এসএসকেএমের ১২ নম্বর কেবিনে তাঁকে ভর্তি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই কেবিনের নীচের তলায় রয়েছে অর্থোপেডিক ওটি। সেখানে মুখ্যমন্ত্রীর হাঁটু থেকে ফ্লুইড বের করার প্রক্রিয়া করা হবে বলে হাসপাতাল সূত্রে খবর। চিকিৎসকদের নেতৃত্বে থাকবেন ফিজিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান রাজেশ প্রামাণিক।
প্রসঙ্গত,উত্তরবঙ্গে হেলিকপ্টার বিভ্রাটের সময় পা এবং কোমরে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন বিকেল ৫টা ১০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। তাঁর পা ও কোমরে গুরুতর চোট লাগে বলে জানান চিকিৎসকেরা। এমনকী তাঁর হাঁটতে সমস্যা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, তিন সদস্যের মেডিক্য়াল টিম গঠন করা হয় মখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য। পরীক্ষা-নিরীক্ষার যাবতীয় ব্যবস্থা করা হয়। তাঁর এমআরআই পরীক্ষাও করা হয়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাঁ হাটুর লিগামেন্টে ও হিপ জয়েন্টের লিগামেন্টে চোট আছে। হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হলেও মুখ্যমন্ত্রী বাড়িতে থেকেই চিকিৎসা করান। সেইমতো চিকিৎসকদের পরামর্শেই বাড়িতেই তাঁর ফিজিওথেরাপি চলছে। চিকিৎসা কেমন চলছে তা দেখতে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় ও ফিজিক্যাল মেডিসিনের বিভাগীয় প্রধান।