শিলিগুড়ি: উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক (Administrative Meeting North Bengal) থেকে সীমান্তবর্তী (Alert Sensitive Area) জেলার এসপি, আইসি এবং ওসিদের সর্তক ন্র্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর কথায়, কোনও জঙ্গি বা জঙ্গি মনোভাবাপন্ন দুষ্কৃতী যাতে ‘শেল্টার’ তৈরি করতে না পারে তাঁর জন্য আরও কড়া নজরদারি বাড়াতে হবে। রাজ্যের বাইরের লোক বাংলায় ঢুকছে। বাইরে থেকে ঢুকে অনেকে ভোটার কার্ড, আধার কার্ডের তথ্য নিয়ে চলে যাচ্ছে। এই সংক্রান্ত বিষয়ে স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকার নির্দেশ দিলেন মমতা।
তিনদিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার প্রশাসনের কর্তাব্যক্তিদের নিয়ে প্রশাসনিক বৈঠকে বসেছেন। সেখানেই সীমান্তবর্তী এলাকার প্রসঙ্গ উঠে আসে। মুখ্যমন্ত্রী এদিন প্রশাসনিক বৈঠক থেকে সীমান্তবর্তী জেলার এসপি, আইসি এবং ওসিদের সতর্ক থাকার পরামর্শ দিলেন। তিনি বলেন, ‘Be Alert।’ বাইরে থেকে কোনও জঙ্গি যেন কোথাও গিয়ে আশ্রয় নিতে না পারে। বর্ডার এরিয়া খুব সংবেদনশীল। বারবার পুলিশ ভ্যান নিয়ে ঘুরে ঘুরে নজরদারি চালান। ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে দেশের বিভিন্ন রাজ্যকে আগেই সতর্কবার্তা পাঠানো হয়েছে কেন্দ্রের তরফে। এই পরিস্থিতিতে এদিন উত্তরকন্যার বৈঠক থেকে পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে সীমান্তবর্তী জেলার প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন:নজর ছাব্বিশের ভোট! বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী?
এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমি শুনেছি অসম সহ ভিন্রাজ্য থেকে বাংলায় লোক ঢুকছে। কেউ কেউ ঢুকে স্থানীয়দের ব্যক্তিগত তথ্য নিয়ে চলে যাচ্ছেন। তাঁর কথায়, ‘‘বাইরে থেকে ঢুকে অনেকে ভোটার কার্ড, আধার কার্ডের তথ্য নিয়ে চলে যাচ্ছে। আমাদের দলের অনেকের সঙ্গেও এটা হয়েছে। বাইরে থেকে এসে জঙ্গি যেন শেল্টার নিতে না পারে। মানুষকে মিথ্যে বলে সব হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। অথোরাইজড কাউকে ছাড়া কেউ কাউকে কোনও ডিটেল দেবেন না। এরকম অনেককে ধরা হয়েছে। ঝাড়গ্রাম, মালদা, কোচবিহারে ধরা পড়েছে, অনেক জায়গায়।’ কান চোখ খোলা রেখে সবাই কাজ করলে সম্ভব। একজনের পক্ষে সম্ভব নয়। অ্যালার্ট থাকতে হবে।
পুলিশের উদ্দেশে মমতার বার্তা,পুলিশরা ৫-৬ বার এলাকায় গিয়ে ঘুরত। এখন ঘোরেই না। যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে, মানুষ তো জানবে যে এরা সতর্ক আছে। বর্ডার এরিয়া খুব সেনসেটিভ। উত্তরবঙ্গে সীমান্তবর্তী এলাকায় নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন,’ শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দুই দিনাজপুর ৪-৫টা দেশের বর্ডার আছে। অনেক স্পর্শকাতর জায়গা।’ লক্ষ্য রাখবেন। BSF-এর দায়িত্ব আছে বলে, আপনারা OC-রা চোখ-কান বুঝে বসে রইলেন, সেটা হয় না।”
দেখুন ভিডিও