কলকাতা: ২০২১ সালে টাইম ম্যাগাজিনের (Time Magazine) বিচারে গোটা বিশ্বের একশো জন প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় জায়গা করে নিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ৷ এই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং সিরাম ইনস্টিটিউটের কর্তা আদর পুনেওয়ালাও, গুগল শীর্ষ কর্তা ভারতীয় বংশোদ্ভুত সুন্দর পিচাই, অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং শাহিনবাগ আন্দোলনের মুখ বিলকিস বেগম৷ টাইম ম্যাগাজিন বুধবারই এই তালিকা প্রকাশ করেছে৷
টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে মমতা বন্দ্যোপাধ্যায়।
এই তালিকায় স্থান পাওয়া প্রত্যেকের বর্ণনা দিয়ে প্রচ্ছদ প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। সেই বর্ণনায়
মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে টাইম ম্যাগাজিনে লেখা হয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রুখে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
টাইম ম্যাগাজিনের প্রচ্ছদ।
আরও পড়ুন- মমতার দাবিকে সিলমোহর, এনসিআরবি’র রিপোর্টে দেশের মধ্যে নারী সুরক্ষায় এগিয়ে কলকাতা
মোট ছয়টি বিভাগে বিশ্বের একশো জন প্রভাবশালীর তালিকা প্রকাশ প্রকাশ করা হয়েছে। বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের তালিকায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রাক্তনপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং তালিবানদের শীর্ষ নেতা আব্দুল ঘানি বরাদরের নাম রয়েছে।