কলকাতা: উত্তরবঙ্গে হেলিকপ্টার বিভ্রাটের সময় পা এবং কোমরে চোট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল ৫টা ১০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, তাঁর পা ও কোমরে গুরুতর চোট লেগেছে। এমনকী তাঁর হাঁটতে অসুবিধা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তিন সদস্যের মেডিক্য়াল টিম গঠন করা হয় মখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য। পরীক্ষা-নিরীক্ষার যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। মমতার চোট কতটা তা পরীক্ষানিরীক্ষা করে দেখেন এসএসকেএমের চিকিৎসকেরা। তাঁর এমআরআই পরীক্ষাও করা হয় বলে হাসপাতাল সূত্রে খবর।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাঁ হাটুর লিগামেন্টে ও হিপ জয়েন্টের লিগামেন্টে চোট আছে। হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হলেও মুখ্যমন্ত্রী বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চান বলে জানন এসএসকেএমের অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রীর জন্য তৈরি রাখা হয়েছিল উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিন। এসএসকেএমে পৌঁছে যান রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সহ মুখ্যসচিব। এ ব্যাপারে এদিন মুখ্যমন্ত্রীর খোঁজ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। টুইট করে রাজ্যপাল বলেন, মুখ্যমন্ত্রী ভালো আছেন জেনে খুশি স্বস্তি পেলাম।
আরও পড়ুন: C V Ananda Bose | রাজ্যপালের বই নিয়ে বিস্ফোরক কুণাল, তদন্তের দাবি
এ ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, হেলিকপ্টারের জরুরি অবতরণের পরেও মুখ্যমন্ত্রী সুস্থভাবে ফিরে এসেছেন, এটা রাজ্যবাসী হিসেবে একটা খুশির খবর।ওনার অসুস্থতা নিয়ে ব্যক্তিগত কিছু বলব না বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
এদিন দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আচমকাই প্রবল বৃষ্টি শুরু হয়। পাইলট সঙ্গে সঙ্গে হেলিকপ্টারের মুখ ঘুরিয়ে যে দিকে আকাশ পরিষ্কার, সেই দিকে উড়তে শুরু করেন। নীচে বৈকণ্ঠপুরের ঘন জঙ্গল থাকায় হেলিকপ্টার নামতে পারেনি। এরপর সেবক এয়ারবেস দেখে সেখানেই জরুরি অবতরণ করেন।