কলকাতা: কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছে তৃণমূল। রাজ্যে একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও উত্তরবঙ্গে উন্নয়নের কাজের জোয়ার এসেছে। মঙ্গলবার ফুলবাড়ি ডাবগ্রামে সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ওরা উন্নয়ন দেখতে পায়না। বাংলার বদনাম করে। বিরোধীদের শুধু মাত্র কুৎসা করে। বাংলার মানুষ বদনাম সহ্য করবে না, বললেন তৃণমূল নেত্রী। এদিন মুখ্যমন্ত্রী বলেন, আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি করেন। আর বাংলাকে অপমান করেন। মনে রাখবেন, বাংলার মানুষ সহ্য করবে না। যারা বাংলায় করে খাচ্ছেন তারা বাংলার উন্নতি দেখতে পান না। শুধু বদনাম করেন।
কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পের টাকা কয়েক বছর ধরে আটকে রয়েছে। আবাস যোজনা, একশো দিনের প্রকল্প-সহ বেশ কয়েকটি খাতে টাকা আটকে রাখার অভিযোগ তুলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এদিনের সভা থেকে দাবি করেছেন, বিভিন্ন প্রকল্প বাবদ ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা রাজ্য কেন্দ্রের থেকে পাবে। কেন্দ্রীয় বঞ্চনার সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্প, একশো দিনের কাজের টাকা রাজ্য নিজের পকেট থেকে দিয়েছে। ডাবগ্রাম–ফুলবাড়িতে প্রশাসনিক সভা থেকে নানা তথ্য তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: ফুলবাড়িতে মুখ্যমন্ত্রীর সভা, দেখুন সরাসরি
মমতা বক্তব্য, ‘দাঙ্গা হলে ক্ষতি হয় সাধারণ মানুষের। জীবন–মরণের সামনে পড়েন তাঁরা। আমি দাঙ্গা চাই না, শান্তি চাই। রাজনীতির লোকেরা দাঙ্গা হলে রাজনীতি করার সুযোগ পাবে। আমি দাঙ্গা চাই না। বিরোধীদের তুলোধনা করে মমতা বলেন, বিজেপির এক নেতা ভোটের আগে বলেছিলেন চা–বাগান খুলে দেওয়া হবে। একটাও খুলতে পারেনি। আমরা খুলে দিয়েছি।’ রাজ্য সবকিছুতেই এগিয়ে চলেছে জানিয়েছেন মমতা। বাংলা দেশকে পথ দেখাচ্ছে, আগামীতেও দেশের মধ্যে বাংলা এগিয়ে যাবে। মমতা বলেন, “তোমরা না দিতে পার। মানুষ যেন বঞ্চিত না হয়। আগে মানুষ তারপর সবকিছু।”
বিরোধীদের একহাত নিয়ে মমতা বলেন, ‘যাঁরা চোখে উন্নয়ন দেখতে পান না তাঁরা পিঠে কুলো, কানে তুলো আর চোখে ঠুলো পড়ে আছেন। এদিন কাজের খতিয়ান তুলে মমতা বলেন, “আগে ১২ লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর টাকা দেওয়া হয়েছিল। এখন ১৬ লক্ষ উপভোক্তাকে বাড়ি বানানোর টাকা দেওয়া হল। ২৮ লক্ষ মানুষ উপকৃত হলেন। ১৪,৪০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। আরও ১৬ লক্ষ যোগ্য পরিবারকেও আমরা বাড়ি করে দেব।” কেন্দ্রের কাছ থেকে আমরা ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা পাই। সেই টাকা তো দেয় না, উল্টে জিএসটির নাম করে সব নিয়ে যায়। সেই টাকাটাও আমরা ঠিকমতো পাই না। আবার শিল্পপতিদের কাছ থেকে কর বাবদ অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।’
দেখুন ভিডিও