নয়াদিল্লি: শনিবার সন্ধ্যায় জি ২০ সম্মেলনের (G 20 Summit) নৈশভোজে যোগ দেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবারই নয়াদিল্লিতে পৌঁছন মমতা। আজ সেখানেই দেখা এবং কথা হতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গেও। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একাধিক প্রকল্প নিয়ে দুজনের মধ্যে কথা হয়েছে বলে সূত্রের খবর।
সেইসঙ্গে নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Delhi Pm Arvind Kejriwal) সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে মমতার। জি ২০ এই অনুষ্ঠানে ইন্ডিয়া (INDIA) জোটের আরও কয়েকজন আমন্ত্রিত রয়েছেন। তাঁদের সঙ্গেও তৃণমূলনেত্রীর দেখা হওয়ার কথা রয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: উদ্বোধনী অনুষ্ঠানে মোদির সামনে জ্বলজ্বল করছে নেমপ্লেটে ভারত লেখা
সূত্রের খবর, ইন্ডিয়া জোটে একসঙ্গে থাকলেও কেজরির সঙ্গে আলাদা করে আলোচনায় বসতে চান মমতা। তাই মমতার সঙ্গে দেখা করে বিষয়টি জানাতে চাইছেন। তবে কি বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হবে তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, এই নৈশভোজের আমন্ত্রণপত্রে লেখা প্রেসিডেন্ট অব ভারত। তা নিয়ে ইতিমধ্যে তুঙ্গে উঠেছে চর্চা। বিষয়টির বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।