মালদহ: ফের গুলি চলল মালদহে (Malda)। কালিয়াচক থানার মোজমপুর এলাকায় শুট আউটের (Malda Firing) ঘটনা ঘটে। লিচুবাগান থেকে রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ যুবক উদ্ধার। করিম খান নামে ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে চাপানউতোর। কালিয়াচক এলাকায় নতুন করে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশেই লিচু বাগানকাজ করছিল ওই যুবক। রবিবার রাত দশটা নাগাদ গভীর রাতে বাড়ির সদস্যরা খবর পান করিম খানকে কেউ বা কারা গুলি করেছে। এরপর পরিবারের সদস্যরা লিচু বাগানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে রয়েছে করিম। এরপরই তাকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কে বা কারা করিম শেখকে গুলি মেরেছে কিছুই বুঝতে পারছেন না পরিবারের সদস্যরা। গুলি মেরেছে সে ব্যাপারে ধোঁয়াশায় রয়েছেন পরিবারের সদস্যরা।
আরও পড়ুন: কুড়কুড়ে কাণ্ডে বিজেপির দেখানো পথে নাবালকের পরিবার
প্রতিবেশীরা জানাচ্ছেন কালিয়াচকের মজমপুর কয়েক মাস ধরে শান্ত ছিল। কিন্তু নতুন করে আবার উত্তপ্ত হতে শুরু করেছে। কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে কালিয়াচক থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরি জানান, বছরের প্রথমেই দেখলাম তৃণমূল কংগ্রেস কাউন্সিলরকে গুলি করে খুন করা হল। একের পর এক শুট আউটের ঘটনা ঘটছে। পুলিশের নিষ্ক্রিয়তার এর পেছনে রয়েছে l অন্যদিকে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশীষ কুণ্ডু জানান, কালিয়াচকের মজমপুরে শুট আউটের ঘটনা কোনও রাজনৈতিক ঘটনা নয়।
অন্য খবর দেখুন