কলকাতা: মালদহের কালিয়াচকে বোমা বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের আরজি জানিয়ে আদালতে দায়ের জনস্বার্থ মামলা। দ্রুত শুনানির আরজি জানিয়েছেন মামলাকারী আইনজীবী অরিজিৎ মজুমদার। মামলা করার অনুমোদন দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
রবিবার মালদহের কালিয়াচকে বোমা বিস্ফোরণে আহত হয় পাঁচ শিশু। বল খেলতে গিয়েই বিপত্তি ঘটে। কুয়োর পাশে পড়ে থাকা একটি বোমাকে বল ভেবে খেলতে গিয়েই আচমকা বিস্ফোরণ ঘটে। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করেন স্থানীয়রা। ওই পাঁচ শিশু বিক্রম সাহা(৮), শুভজিত সাহা(৯), মিঠুন সাহা(১০) সুবল সাহা(৬) ও রাইহান সেখ(৪) গোপালনগর গ্রামের বাসিন্দা। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করেন স্থানীয়রা। সংকটজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের মালদহ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের অভিযোগ, বড় কিছু নাশকতার পরিকল্পনা করেই হয়তো বোমা রাখা হয়েছিল ওই বাগানে। কী উদ্দেশে বোমা রাখা হয়েছিল তা খতিয়ে দেখতে তদন্তে নামে পুলিস।
আরও পড়ুন: Gorakhpur Murder: প্রেমে প্রত্যাখানের প্রতিশোধ নিতেই উত্তরপ্রদেশে তিনজনকে গলা কেটে খুন, দাবি পুলিসের
সেই ঘটনার জল গড়াল হাই কোর্টে। মঙ্গলবার এই ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা করেন আইনজীবী অরিজিৎ মজুমদার।