Placeholder canvas
কলকাতা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ |
K:T:V Clock
Shri Madmaheshwar | গাড়োয়াল হিমালয় এ অবস্থিত মহাদেবের এই বাসস্থান
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জুন, ২০২৩, ০৩:১৫:২৭ পিএম
  • / ১৬৪ বার খবরটি পড়া হয়েছে
  • শ্রেয়শ্রী বন্দ্যোপাধ্যায়

কথায় আছে কোথাও তেরাত্তির না কাটালে নাকি পুণ্যি হয় না। পুরাণ মতে, কুরুক্ষেত্র যুদ্ধের পর পাপ থেকে মুক্তি লাভের জন্য পঞ্চপাণ্ডবরা মহাদেবের কাছে যেতে চেয়েছিলেন৷ পঞ্চপাণ্ডবদের ধরা না দেওয়ার জন্য মহাদেব ছদ্দবেশ ধারণ করেছিলেন৷ শিব বেশধারী ষাঁড় ভীমের গদার আঘাতে মোট পাঁচটি খণ্ডে বিভক্ত হন। কেদারনাথ ছাড়াও বাকী শিবলিঙ্গ গুলি হল – তুঙ্গনাথ, রুন্দ্রনাথ, মদমহেশ্বর, কল্পেশ্বর, যা পঞ্চকেদার নামেও পরিচিত। মদমহেশ্বর মন্দির পঞ্চ কেদার এর একটি অংশ। পঞ্চ কেদার ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত পাঁচটি পবিত্র স্থান। যার সবকটি গাড়োয়াল হিমালয় এ অবস্থিত। শুধু তাই নয়, যারা পঞ্চকেদার তীর্থযাত্রায় পড়ে -তুঙ্গনাথ (যেখানে ভগবান শিবের হাত পড়েছিল), রুদ্রনাথ ( যেখানে ভগবান শিবের মুখ পড়েছিল), মধ্য মহেশ্বর (যেখানে ভগবান শিবের পেট পড়েছিল), এবং কল্পেশ্বর (যেখানে ভগবান শিবের নীচের অংশ পড়েছিল)। মহাদেবের অস্তিত্তের উপর ভর করেই এই তীর্থস্থানগুলি গড়ে উঠেছে বলে মানুষের বিশ্বাস। এই সব মন্দির দর্শনের উদ্দেশে মানুষের পদচারণা বহু যুগ ধরে।

পঞ্চকেদারের দ্বিতীয় কেদার মদমহেশ্বর (Shri Madmaheshwar) বা মধ্যমহেশ্বর। প্রাচীন কিংবদন্তি অনুযায়ী গুপ্তকাশীতে যে বৃষরূপী মহাদেবকে জাপটে ধরতে চেয়েছিলেন দ্বিতীয় পাণ্ডব ভীম, তাঁরই পেট ও নাভি এসে পড়েছিল গাড়োয়াল হিমালয়ের এই জায়গায়। কথিত আছে, স্বয়ং ভীমই এই মন্দিরের নির্মাতা ও প্রথম তাঁর হাতেই এখানে আদিদেবের পুজো হয়। কেদারনাথের (Kedarnath) মতো ভিড় নেই মদমহেশ্বরের পথে। তুলনায় বেশ দুর্গম হওয়ায় কেদারনাথ ফেরত হাতে গোনা যাত্রী বা উৎসাহী ট্রেকারসই মধ্যমহেশ্বরের পথে পা বাড়ান।

শীতের সময় কেদারনাথের মতোই মদমহেশ্বরের দেবতার প্রতীক পুজোও হয় উখীমঠের ওঙ্কারেশ্বর মন্দিরে (Omkareshwar Temple)। এখানে দেখা মিলবে মধুগঙ্গার। বানতোলি হল মার্কন্ডেয় গঙ্গা আর সরস্বতী নদীর সঙ্গম স্থল। এখান থেকেই জন্ম নিয়েছে মদমহেশ্বর গঙ্গা বা মধুগঙ্গা।
উত্তর ভারতীয় রীতিতে তৈরি মধ্যমহেশ্বর দেখতে অবিকল প্রথম কেদার ‘কেদারনাথ’ কিংবা তৃতীয় কেদার ‘তুঙ্গনাথের’ মতোই। গর্ভগৃহের কালো পাথরে নির্মিত নাভি আকৃতির শিবলিঙ্গ দর্শন সেরে এদিক ওদিক তাকাতেই চোখে পড়বে আরও বহু প্রাচীন দুটি মূর্তি। একটি দেবী পার্বতীর ও আরেকটি হল চতুর্ভুজ অর্ধনারীশ্বর মূর্তি। মাইসোর, কর্ণাটক থেকে শঙ্করাচার্যের তত্ত্বাবধানে আসা লিঙ্গায়েত সম্প্রদায়ের দক্ষিণ ভারতীয় পুরোহিতরাই বংশ পরম্পরায় এ মন্দিরের পূজারী। উত্তর-দক্ষিণের সংস্কৃতির এই মেলবন্ধন পঞ্চকেদারের প্রায় সর্বত্রই ঘটেছে।

মদমহেশ্বরের মূল মন্দিরের ডানদিকের ছোটো মন্দিরটিতে রয়েছেন জ্ঞান অধীষ্ঠাত্রী দেবী সরস্বতীর সুন্দর এক প্রাচীন মার্বেল মূর্তি। স্থানীয় মানুষেরা মন্দিরের সন্ধ্যারতির সময়, বাড়িতে আসা অতিথি-সহ এখানে উপস্থিত থাকেন সবাই। বহু প্রাচীন এই সংস্কার। মন্দির চত্বরেই টিনের তৈরি অস্থায়ী আবাসে মোটামুটি প্রয়োজনীয় পরিষেবায় রাতটা কাটিয়ে, সকালে এখান থেকে আরও দুই কিলোমিটার ওপরে উঠে দেখে নেওয়া যায় বৃদ্ধ মদমহেশ্বর মন্দির। এখানে দেবতার প্রসাদ ভারি মজার – চকোলেট আর বিস্কুট। খুবই ছোটো অথচ বহু প্রাচীন এই মন্দিরে এসে দাঁড়ালেই পিছনে দৃশ্যমান হয় অপূর্ব সুন্দরী চৌখাম্বা, মন্দানী রেঞ্জ। সাদা সবুজে ঘেরা এই অপূর্ব শান্ত, সমাহিত দৃশ্যপটের সামনে একবার দাঁড়ালে তা সারাজীবনে আর ভোলা দুষ্কর।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫২৬ ২৭
২৮ ২৯ ৩০  
আর্কাইভ

এই মুহূর্তে

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগ এবং দাসপুর থানার সহযোগিতায় একাধিক হারানো ফোন উদ্ধার
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
লাদাখে অশান্তির প্ররোচনার অভিযোগ গ্রেফতার সোনম ওয়াংচুক
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
রাতভর মুষলধারে বৃষ্টি, জল থইথই অবস্থা! শহরজুড়ে জারি রেড অ্যালার্ট
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
দুর্গোৎসবের আগে পদ্মের প্রাচুর্যে খুশি হুগলির পান্ডুয়া ব্লকের চাষিরা
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
বিকেলে বন্ধুরা আসবে? গরম গরম ভেজে দিন ভিন্ন স্বাদের এই কাটলেট
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
রাশিয়া-আমেরিকা ঠান্ডা লড়াই! তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বাজল বলে!
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
ইজরায়েলের হামলায় গাজায় নিহত হল হামাস কমান্ডার!
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
৪১ বছরে এই প্রথম! এশিয়া কাপে ইতিহাস গড়ার হাতছানি সূর্যদের সামনে
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
শাহ’র নির্দেশেই ভাঙা হয়েছিল বিদ্যাসাগরের মূর্তি! আক্রমণ অভিষেকের
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
ফের ঝাঁপ, ব্যাহত ডাউন লাইনের মেট্রো পরিষেবা
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
প্রবীণ মায়েদের হাতে উদ্বোধন পুজোর, থিম ‘ইচ্ছে ডানা’
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
ক্যামেরার দিকে জুলজুল করে তাকিয়ে, চতুর্থীতে ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন পিয়া
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
‘মায়ের কাছে প্রার্থনা করেছি যাতে সোনার বাংলা গড়তে পারি’, বললেন অমিত শাহ
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
নাবালিকা বিয়ে নিয়ে আইনি দ্বন্দ্ব! শুনানিতে বড় প্রশ্ন তুলল হাইকোর্ট
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
‘কোনও রাজনৈতিক মন্তব্য করা যাবে না’, সূর্যকে জানাল ICC
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team