কলকাতা: সোমবার থেকে ১৯ দিনের জন্য রাত সাড়ে ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে (Maa Flyover) মা উড়ালপুল। কলকাতা ট্রাফিক পুলিস এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, বাংলার শিল্প সম্মেলনের আগে স্বাস্থ্য পরীক্ষা এবং নতুন রং করার জন্য ১৯ দিন রাতে ৭ ঘণ্টা ধরে বন্ধ থাকবে মা উড়ালপুল। তবে দিনের বেলায় স্বাভাবিক থাকবে গাড়ি চলাচল।
যাঁরা নিয়মিত মা ফ্লাইওভার ব্যবহার করেন, তাঁরা যাতে ভুল করে চলে না আসেন তার জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ‘ওয়ার্ক ইন প্রোগ্রেস’ লেখা (Work in progress) সাইনবোর্ড ঝুলিয়ে রাখা হয়েছে। সারারাত কাজ চললেও সকালে গাড়ি চলাচলে যাতে কোনও অসুবিধা না হয়, নজর রাখা হচ্ছে সেদিকেও।
এপ্রিল মাসেই আয়োজিত হবে বাংলার শিল্প সম্মেলন (Bengal Global Business Summit 2022) বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। তার আগে শহরজুড়ে সাজো সাজো রব। শহরের বিভিন্ন রাস্তা নতুন নীল সাদা রঙে সেজে উঠছে। কলকাতার গুরুত্বপূর্ণ ফ্লাইওভার মা উড়ালপুলকেও শিল্প সম্মেলনের আগে সাজিয়ে তোলা হবে নতুন রঙে। তারই সঙ্গে ১৯ দিন ধরে চলবে ওই উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা।
কলকাতা ট্রাফিক পুলিসের নির্দেশিকা
গত কয়েক বছর ধরে শহরের বিভিন্ন ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা চলছে নিয়মিত। শিয়ালদহ ফ্লাইওভার, কসবা সেতু সহ একাধিক ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা হয়ে গিয়েছে। ইতিমধ্যেই বেশ কিছু ফ্লাইওভারের অবস্থা খারাপ বলে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে জানানো হয়েছে। তার জন্য সেগুলি রক্ষণাবেক্ষণের কাজও চলছে।
আরও পড়ুন: Ukraine-Russia War: ইউক্রেনের বুচায় গণহত্যা-কাণ্ডের নিন্দা জানাল ভারত