কলকাতা: বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) হতে চলেছে ৫ মে শুক্রবার। পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে তখন চন্দ্রগ্রহণ ঘটে। তবে এবারের চন্দ্রগ্রহণ বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ বুদ্ধ পূর্ণিমায় (Buddha Purnima) ১৩৯ বছর পর প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গ্রহণকে অশুভ বলে মনে করা হয়। তাই চন্দ্রগ্রহণের সময় কিছু ভুল করতে নেই। চন্দ্রগ্রহণের সময় সবার যত্ন নেওয়া উচিত, তবে সবচেয়ে বেশি যত্ন নেওয়া উচিত গর্ভবতী মহিলাদের। জেনে নিন গর্ভবতী মহিলারা কীভাবে নিজের যত্ন নেবেন এই সময়।
১) চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঘর থেকে বের হওয়া উচিত নয়। গর্ভবতী মহিলাদের বাড়িতে থাকা উচিত এবং নিজের যত্ন নেওয়া উচিত।
২) গ্রহণের সময়, গর্ভবতী মহিলাদের রান্না করা ও খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত।
৩) গ্রহণকালে ভুল করেও ছুরি-কাঁচি বা কোনও ধারালো জিনিস ব্যবহার করা উচিত নয়।
৪) চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের ঘুমানো উচিত নয়, গ্রহণকালে ঘুমানো নিষিদ্ধ। সোজা হয়ে বসে ভগবানের নাম জপ বা মন্ত্র জপ করতে হবে। গ্রহণের সময় ফোনও দেখা উচিত নয়। সন্তানের উপর খারাপ প্রভাব থেকে বাঁচতে এই কাজ একেবারেই করবেন না।
৫) গর্ভবতী মহিলাদের এই সময়ে চাঁদ দেখা উচিত নয়, এটি মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে।
৬) চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর, গর্ভবতী মহিলাদের ধুয়ে পরিষ্কার কাপড় পরিধান করা উচিত। এই বিষয়টির বিশেষ যত্ন নিন যে স্নান করার সময় অবশ্যই আপনার স্নানের জলে গঙ্গা জল রাখুন।
৭) গ্রহণের পর গর্ভবতী মহিলাদের হাতে কিছু সাদা জিনিস দান করা উচিত। যেমন চিনি, ময়দা, দুধ ইত্যাদি।
মহাকাশ বিজ্ঞানীরা (Scientists) জানিয়েছেন, ২০২৩-এ মোট ৪ টি গ্রহণ হতে চলেছে। এর মধ্যে দুটি চন্দ্রগ্রহণ এবং দুটি সূর্যগ্রহণ। যার মধ্যে একটি সূর্য গ্রহণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বছর আলসে যে চন্দ্রগ্রহনটি দেখা যাবে সেটি পেনাম্ব্রাল। বৈশাখ পূর্ণিমা অর্থাৎ বুদ্ধ পূর্ণিমার (Buddha Purnima) দিনে ৫ মে এই চন্দ্রগ্রহণ ঘটবে। এই চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ৮.৪৫ মিনিটে এবং শেষ হবে রাত ১ টায়। মোট ৪ ঘন্টা ১৮ মিনিট ধরে চলবে এই গ্রহণ। কিন্তু দুঃখের বিষয় বিশেষজ্ঞরা বলছেন, প্রথম চন্দ্রগ্রহন ভারতের কোনও জায়গা থেকেই দেখা যাবে না। ইউরোপ, মধ্য এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, আটলান্টিক, ভারত মহাসাগর এবং অ্যান্টার্কটিকার মতো জায়গায় দেখা যাবে চন্দ্রগ্রহণ।