নয়াদিল্লি: পাঁচ রাজ্যের ভোট শেষ। তার পরদিনই ফের একপ্রস্থ দাম বাড়ল গ্যাসের (LPG)। চলতি বছরের শেষ মাসের প্রথম দিনই প্রায় ৪১ টাকা দামবৃদ্ধি (Price Hike) ঘটল গ্যাসের। আগামী ৪ ডিসেম্বর, সোমবার ভোটের ফলাফল প্রকাশের পরদিনই শুরু হতে চলেছে সংসদের শীত অধিবেশন (Parliament Winter Session)। অতএব, এই ইস্যুতে গরম হতে পারে অধিবেশন। বছরের শেষ মাসের প্রথম দিনই গ্যাসের দাম বাড়ায় নতুন করে মূল্যবৃদ্ধির (Inflation) আশঙ্কা দেখা দিয়েছে বণিক মহলে।
তেল কোম্পানিগুলি সিলিন্ডারপ্রতি গ্যাসের দাম কমবেশি ৪১ টাকা করে বৃদ্ধি করেছে। বাণিজ্যিক (Commercial LPG) অর্থাৎ ১৯ কেজি সিলিন্ডারেই দাম বেড়েছে। গৃহস্থের হেঁসেলের পকেটে এখনও টান পড়েনি। নতুন দাম অনুযায়ী রাজধানী দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম পড়বে ১৭৯৬.৫০ টাকা।
আরও পড়ুন: তেলঙ্গানায় কংগ্রেস-বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই, রাজস্থানে এগিয়ে পদ্ম
আইওসিএলে (IOCL) ওয়েবসাইটে এই নতুন দামের তালিকা প্রকাশ করে বলা হয়েছে ১ ডিসেম্বর থেকেই এই মূল্য প্রযোজ্য হবে। উল্লেখ্য, দিওয়ালির ঠিক মুখে তেল কোম্পানি একপ্রস্থ দাম বাড়িয়েছিল। ঠিক একমাস আগে অর্থাৎ ১ নভেম্বর সিলিন্ডারপ্রতি ১০৩ টাকা বেড়েছিল গ্যাসের। তারপর ছটপুজোর সময় খানিকটা স্বস্তি দিলেও এবারে ফের ৪১ টাকা দাম বাড়ল বাণিজ্যিক গ্যাসের। তবে স্বস্তির বিষয় একটাই সাধারণ রান্নার গ্যাসের এই দফায় কোনও হেরফের হচ্ছে না।
চার মেট্রো শহরে আজ, শুক্রবার থেকে বাণিজ্যিক গ্যাসের দাম হচ্ছে,
দিল্লি— ১৭৯৬.৫০ টাকা
কলকাতা— ১৯০৮.০০ টাকা
মুম্বই— ১৭৪৯.০০ টাকা
চেন্নাই— ১৯৬৮.৫০ টাকা
জয়পুর— ১৮১৯.০০ টাকা
ভোপাল— ১৮০৪.৫০ টাকা
হায়দরাবাদ— ২০২৪.৫০ টাকা
রায়পুর— ২০০৪.০০ টাকা
অন্য খবর দেখুন