ওয়েবডেস্ক: লোকসভা নির্বাচনের (Loksabha Vote) পর থেকেই জল্পনা চলছিল। বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) এক বছর আগে থাকতেই তৃণমূলের (TMC) সাংগঠনিক বেশ কয়েকটি রদবদল করা হল। অনেকেই মনে করেছিলেন আগামী ২১ জুলাই থেকে বিধানসভা ভোটের রণডঙ্কা বাজিয়ে দেবে তৃণমূল। তার আগে শুক্রবার রাজ্যের শাসকদলের সংগঠনে ঝাঁকুনি দেখা গেল। জেলাস্তরে এই রদবদলে পদ খোয়াতে একাধিক প্রভাবশালী নেতাকে। দেখা যাচ্ছে যেখানে বদল হয়েছে সেখানে গোষ্ঠী কোন্দল সহ একাধিক অভিযোগ সামনে এসেছে। ফলে তথ্যাভিজ্ঞ মহল মনে করছে, বিধানসভা নির্বাচনের আগে স্পষ্ট বার্তা দিয়ে দিল তৃণমূল নেতৃত্ব। এদিন বিকেলে তৃণমূল কংগ্রেসের তরফে বেশ কয়েকটি জেলায় নতুন সভাপতি ও চেয়ারম্যানের নাম ঘোষণা হয়েছে। বীরভূমে (Birbhum) জেলা সভাপতির পদ থেকে সরানো হয়েছে দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডলকে। সেখানে তুলেই দেওয়া হয়েছে জেলা সভাপতির পদ। উত্তর কলকাতার সভাপতির পদ থেকে সরানো হয়েছে প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। দুটি ক্ষেত্রেই দায়িত্ব দেওয়া হয়েছে কোর কমিটিকে। দমদম ব্যারাকপুরের সভাপতি করা হয়েছে সাংসদ পার্থ ভৌমিককে। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, বিধানসভা ভোটের লক্ষ্যেই এই সিদ্ধান্ত। ফলে এদিন থেকে কার্যত বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল ঘাসফুল শিবির।
তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলে উল্লেখযোগ্য কিছু নাম। উত্তর দিনাজপুর জেলার চেয়ারম্যান করা হল হামিদুর রহমানকে। তিনি চোপড়ার বিধায়ক। জেসিবি কাণ্ডের মতো ঘটনার অভিযোগ রয়েছে হামিদুলের বিরুদ্ধে। মালদহ জেলার চেয়ারম্যান করা হল বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারকে। বাঁকুড়া সাংগঠনিক জেলায় বদল করা হল সভাপতি। সরিয়ে দেওয়া হল সাংসদ অরূপ চক্রবর্তীকে। নতুন সভাপতি হয়েছেন তারাশঙ্কর রায়। আরামবাগ সাংগঠনিক জেলায় চেয়ারম্যান পদে নিয়ে আসা হল সাংসদ মিতালী বাগকে। বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হল সাংসদ মমতা বালা ঠাকুরকে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতেও সভাপতি বদল। সরানো হল অলোক মুখোপাধ্যায়কে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলায় পীযূষ পণ্ডা ছিলেন জেলা সভাপতি। তা অপরিবর্তিত থাকল। তমলুক সাংগঠনিক জেলার সভাপতি বদল করে দেওয়া হল। অসিত চট্টোপাধ্যায়ের পরিবর্তে সেখানে জেলা সভাপতি করা হয়েছে সুজিত কুমার রায়কে।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী, তোলপাড় হবে কোন কোন জেলা, দেখুন
বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান করা হল হরিহরপাড়া তৃণমূল বিধায়ক নিয়ামত শেখকে। এতদিন ওই পদে ছিলেন রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরী। বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার একই পদে বহাল থাকলেন। অন্যদিকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান এবং জঙ্গিপুর জেলা তৃণমূল চেয়ারম্যান জাকির হোসেন বহাল থাকলেন।
দেখুন অন্য খবর: