কলকাতা: নিন্দা এবং দীর্ঘ সমালোচনার পর অবশেষে বিতর্কিত বিজ্ঞপ্তি তুলেনিল লরেটো কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার কলেজ কর্তৃপক্ষের তরফে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় সেই কথা। সেই সঙ্গে বাংলার মানুষের আবেগে আঘাত করার জন্য জনগণের কাছে নিঃশর্ত ক্ষমাও চেয়েছে কলেজ কর্তৃপক্ষ।
এদিনের প্রকাশিত বিজ্ঞপিতে কলেজ কর্তৃপক্ষের তরফে বলা হয়, সম্প্রতি ভর্তি নিয়ে প্রকাশিত বিজ্ঞপ্তি আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি। এর জন্য লরেটো কলেজ, কলকাতা, বাংলার জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চাইছে। আমাদের প্রতিষ্ঠান ১০০ বছরেরও বেশি সময়ই ধরে সেবা এবং সর্বাত্মক শিক্ষার সমৃদ্ধ করে এসেছি। আগামী দিনেও বাংলার সেবা করার জন্য আমরা নিজেদেরকে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ করি।
আরও পড়ুন: Stroke | Health | স্ট্রোক প্রাণ বাঁচাতে পারে যে সব পদক্ষেপ
উল্লেখ্য,ভর্তি সংক্রান্ত বিতর্কিত বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে মঙ্গলবার কলেজের সামনে বিক্ষোভ দেখায় বাংলা পক্ষ। শুধুমাত্র ইংরেজি মাধ্যমের পড়ুয়াদের ভর্তি হতে পারবেন কলেজে। কোনও বাংলা মাধ্যমের পড়ুয়ারা ভর্তি হতে পারবেন না বলে বিজ্ঞপ্তি গতকাল একটি জারি হয় লরেটো কলেজের তরফে। জারি হওয়া সেই বিজ্ঞপ্তি নিয়ে সোমবার থেকেই শুরু হয়েছে বিতর্ক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে কলেজ কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চাওয়া হয়। ওই বিজ্ঞতি আসলে বাংলার অপমান। বাংলা মাধ্যমের পড়ুয়ারা যদি লরেটো কলেজে ভর্তি হতে না পারে তাহলে কলেজ বন্ধ করে দেওয়া হোক, বাতিল হোক অনুমোদন, দাবি বাংলা পক্ষের।