জলপাইগুড়ি: গণতন্ত্রের সবচেয়ে উৎসব চলছে রাজ্যে। বিক্ষিপ্তি অশান্তির ছবি দেখা যাচ্ছে জেলায় জেলায়। এবার বেশ কিছুক্ষণ ভোটদান পর্ব বন্ধ থাকার কথা সামনে এল জলপাইগুড়িতে। অন্য বুথের ব্যালট পেপারে ভোট করানোর অভিযোগ তুললেন ভোটাররা। ঘটনা নজরে আসতেই ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ করে দেন স্থানীয়রা। বুথের বাইরে তৈরি হয় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে বুথে পৌঁছন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তৃণমূলের সঙ্গে বিজেপি সমর্থকরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। সাময়িকভাবে পরিস্থিতি প্রশাসনের হাতের বাইরে বেরিয়ে যায়।
জলপাইগুড়ি রাজগঞ্জের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ১৮/৬৪ নম্বর বুথের কেবল পাড়া প্রাথমিক বিদ্যালয়ে ভোট বন্ধ আচমকাই। ভোটারদের ভিড় চোখে পড়ে বুথের সামনে। অন্য বুথের ব্যালট পেপারে ভোট নেওয়া হচ্ছিল বলে অভিযোগ। এরপরই বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ভোটদান প্রক্রিয়া। সকালে নির্দিষ্ট সময়ে ভোট শুরু হয়েছিল ওই বুথে। সূত্রের খবর ৭৮ জন ভোটও দিয়েছিলেন। তবে তারপরই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
আরও পড়ুন: Panchayat Election 2023 | চন্দ্রকোনায় সিপিএম প্রার্থীর চোখে লঙ্কাগুড়ো
বিজেপি প্রার্থী মুকুন্দু রায় বলেন, “ভোট বন্ধ হয়ে গিয়েছে। বেশিরভাগ ভোটার বাড়ি চলে গিয়েছেন। অন্যদিন ভোট করানো হোক এটাই চাইছেন ভোটাররা।” অন্যদিকে তৃমমূলের পঞ্চায়েত সদস্যের প্রার্থী নারায়ণ চন্দ্র বসাক বলেন,”আমরাও চাইছি নতুন করে ভোট প্রক্রিয়া করা হোক।” বুথের পিসাইডিং অফিসার বলেন,”ব্যালট পেপার পাল্টে যায়। কারণ অসংখ্য ব্যালট পেপারের ভিতরে অন্য বুথের ব্যালট ছিল। কমিশন ও সেক্টরকে জানানো হয়েছে।” এদিকে দুপুর একটা পর্যন্ত ভোট বন্ধ থাকলে ১টা ১৫ নাগাদ ফের ভোট শুরু হয় ওই বুথে।