পানিহাটি: জল সমস্যায় পথে খালি বালতি হাতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। জল নিয়ে কাটমানির অভিযোগ পুরসভার বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে পানিহাটি পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের ঘোলা সুনীত বন্দ্যোপাধ্যায় রোড এলাকায়।
স্থানীয় মানুষদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে জলের পরিষেবা নেই। স্থানীয় কাউন্সিলর প্রতিশ্রুতি দেন আড়াই থেকে তিন হাজার টাকা দিলে গঙ্গা অ্যাকশন প্ল্যান থেকে জল পরিশুদ্ধ করে দেওয়া হবে মানুষের কাছে। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারেননি তিনি বলে এমনই অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এরই প্রতিবাদে রাস্তায় খালি বালতি হাতে বিক্ষোভ দেখান এলাকার মানুষেরা। এই ঘটনায় বেশ উত্তেজনা ছড়ায় এলাকায়।
আরও পড়ুন: মানবিক কারণে ক্যান্সার আক্রান্ত সোমার চাকরি বহাল
এদিকে রাজ্যজুড়ে চলছে তাপপ্রবাহ। চলতি সপ্তাহে তাপপ্রবাহের মাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের পরামর্শ, এই গরমে ঘন ঘন জল খেতে হবে। সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মাঝে পানিহাটিতে জল যন্ত্রণার অভিযোগ পুরসভার বিরুদ্ধে। স্বাভাবিকবাবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তরজা।
দেখুন আরও অন্যান্য খবর: