ভাঙড়: কোথাও রাস্তা নেই অথবা রাস্তার বেহাল দশা। গ্রামে এখনও পৌঁছয়নি বিদ্যুৎ। ভোট আসলেই ভুরি ভুরি প্রতিশ্রুতি, ভোট শেষ হলেই নেতার দেখা নেই। ২৪-এর লোকসভা নির্বাচনের আবহে এইরকম অভিযোগ উঠে এসেছে অসংখ্য। বিদ্যুৎ ও রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছে গ্রামবাসীরা। এবার বিদ্যুৎ ও রাস্তা না থাকার অভিযোগ উঠল ভাঙড়ে (Bhangar)।
আরও পড়ুন: বিজেপির রেখা পাত্রকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের, দু’পক্ষের মধ্যে হাতাহাতি
ভাঙড় দু’নম্বর ব্লকের, ব্যাওতা দু’নম্বর অঞ্চলের আবাদপাড়া এলাকায় এখনও পর্যন্ত পৌঁছায়নি বিদ্যুৎ, হয়নি রাস্তাও। ব্যাওতা দু’নম্বর অঞ্চলের কুলবাড়িয়ায় নির্বাচনী জনসভায় এসে শওকত মোল্লার কাছে বিদ্যুৎ ও রাস্তা না থাকার অভিযোগ করল স্থানীয় মহিলারা। স্কুলছাত্রীরা বিদ্যুৎ না থাকায় লেখাপড়ার সমস্যা হচ্ছে বলে অভিযোগ তাদের।
এলাকার মানুষের অভিযোগ শোনার পর রাজ্যের মন্ত্রীর কাছে ফোন করে বিষয়টি জানান এবং দ্রুত সমস্যা সমাধান করার চেষ্টা করবে বলে জানান ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক শওকত মোল্লা (Saokat Molla)।
আরও খবর দেখুন