জলপাইগুড়ি: জীবিত মানুষকে মৃত বলে ঘোষণা। অনেক আশা নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে না পেরে মন খারাপ করে ফিরতে হল বাড়িতে। শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম দফায় এমনই ঘটনা ঘটল জলপাইগুড়ির ধুপগুড়ির ১৫/১৮৬ নম্বর বুথে। এই ঘটনায় তোরজোড় শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে।
ভোটার বাসন্তী দাস ধুপগুড়ি পুরো এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এদিন সকালে তিনি তাঁর ভোটকেন্দ্রেভোট দিতে গিয়ে জানতে পারেন, ভোটারলিস্টে তাঁর নাম মৃত বলে চিহ্নিত করা রয়েছে। এ বিষয়ে ওই বুথের প্রিসাইডিং অফিসার হিমাদ্রিশেখর দাস জানান, ভোটকেন্দ্রে এসেছিলেন ওই বৃদ্ধা। কিন্তু আমাদের দেওয়া লিস্টে তাঁর নাম মৃত বলে চিহ্নিত করা রয়েছে। ওই প্রিসাইডিং অফিসারকে ওই বাসন্তী জানান, তিনি আর ভোট দিতে পারবেন না।
আরও পড়ুন: ৩ ঘণ্টায় কমিশনে জমা পড়েছে ১৫১টি অভিযোগ
এ বিষয়ে তৃণমূলের ধুপগুড়ি ব্লক সভাপতি ইভান দাস জানান, বিষয়টি এইমাত্র জানতে পারলাম। এই বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তিনি কথা বলবেন। তিনি যাতে এই ভোট দিতে পারেন সেই দিকে লক্ষ্য রাখা হচ্ছে।
দেখুন আরও অন্যান্য খবর: