রোদ না পেয়ে গন্ধ হয়ে যায়। তার মধ্যে আবার ফাঙ্গাস ধরে সাদা দাগ হয়ে যায়। কী করে বাঁচবেন এই সমস্যা থেকে? বর্ষায় কাপড়ের যত্ন নেবেন কী ভাবে? সব সময় মাথায় ঘোরে এই চিন্তা।অনেকে আবার জামাকাপড় ঠিকমতো না শুকোলে ইস্ত্রি করে নেন এই ভেবে যে, ভাপে বাকিটা শুকিয়ে যাবে। কিন্তু ভালো করে না শুকিয়ে ওই ভাবে জামাকপড় ইস্ত্রি করে আলমারিতে রেখে দিলে, ভাঁজে ভাঁজে ফাঙ্গাস জমার রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়। সাধারণত সুতির পোশাকেই ফাঙ্গাস ধরে সব চেয়ে বেশি।
আরও পড়ুন: Aajke | ৫ অগাস্টের ঘেরাও স্থগিত, আদালতের নির্দেশে
পদ্ধতি: