কলকাতা: শীঘ্রই গ্রন্থাগারে (Library) নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। বিধানসভায় জানালেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddikulla Chowdhury)। এদিন বিধানসভায় গন্থাগারে নিয়োগের বিষয আলোচনা হয়। সিদ্দিকুল্লা চৌধুরী জানান, রাজ্যে ২৪৪০ টি গ্রন্থাগারে মোট ৫,৬০০ কর্মী নিযুক্ত রয়েছেন। কিন্তু এখনও ৪০০০ শূর্ণ্যপদ রয়েছে গ্রন্থাগার দুলিতে। আগামী ২৭ অগাষ্ট ৭৩৭ টি পোষ্টে পরীক্ষা হবে। এদের নিয়োগ প্রক্রিয়া পুজোর মধ্যে হয়ে যাবে।
বৃহস্পতিবার বিধানসভায় জনশিক্ষা প্রসার ও গ্রন্হাগার পরিষেবা নিয়ে জানালেন মন্ত্রী জানান রাজ্যে মোট ২৪৪০ টি গ্রন্থাগার আছে। তিনি জানান, সরাসরি সরকারি ১৩ টি, শহরে গ্রন্থাগার ১৯ টি,উন্নিত -২৩২ টি ও গ্রামীন গ্রন্থাগার ২২০৯ টি রয়েছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী বলেন গ্রন্থাগারে ২ কোটি ৭ লক্ষ ২৫ হাজার ৪৭৫টি ব ই আছে। আয়লায় ১০ লক্ষ ৫ হাজার ৯০০ বই নষ্ট হয়েছে। সরকার ৩৪ হাজার দুষ্প্রাপ্য বইকে ডিজিটালাইস করেছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্হাগারকে জেলা গ্রন্থাগার হিসাবে না রেখে আরও প্রসারণের চিন্তা ভাবনা আছে বলে জানান মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
আরও পড়ুন: ফরফুরে শরিফের উন্নয়নে বরাদ্দ ৫৮ কোটি, তৈরি হবে মুসাফিরখানাও
প্রসঙ্গত, এদিন বিধানসভায় মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ফুরফুরার (Furfura Sharif) উন্নয়নের (Development) জন্য বরাদ্দ হল ৫৮ কোটি ৬২ লক্ষ টাকা। পাশাপাশি তিনি জানিযেছেন, ২০২৪ সালের জানুয়ারিতে কাজ শেষ হবে দিঘার জগন্নাথ মন্দিরেরও। মোট ১৪৩ কোটি টাকা খরচ করা হচ্ছে দিঘার জগন্নাথ মন্দির তৈরির জন্য। অন্যদিকে, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, শিশুদের মধ্যে অপুষ্টি জনিত সমস্যা দূর করতে দেশজুড়ে রেশনে বিশেষ পুষ্টিগুণ সম্পন্ন চাল বা ফর্টিফায়েড রাইস সরবরাহ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্লাস্টিকের চাল বলে কিছু হয় না। রেশনে ফর্টিফায়েড চাল দেওয়া হচ্ছে, যা পুষ্টিতে সহায়তা করে।