জলপাইগুড়ি: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ফ্রেন্ড ডুয়ার্সের চা বাগানের (Tea Garden) শ্রমিকরা। বাগানে খাঁচাবন্দি হল লেপার্ড (Leopard)। খাঁচা বসানোর ঘণ্টা দুয়েকের মধ্যেই ধরা দিল সে। সোমবার বিকেল ৪টের সময় খাঁচা বসানো হয়, সন্ধ্যা ৬ টা তেই খাঁচায় বন্দি হয় চিতাবাঘটি। ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ার ভবেশ্বর পাড়া এলাকায়।
লেপার্ডের আতঙ্কে দিন কাটাচ্ছিলেন ওই এলাকার বাসিন্দারা। শেষমেষ লেপার্ড খাঁচাবন্দি হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে এলাকার বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত তিন দিনে এলাকার ছটি ছাগল সাবার করেছে ওই চিতাবাঘটি। এমনকী সোমবার সকালেও এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের একটি ছাগলকে মেরে ফেলে সে। এলাকায় তার লাগাতার হামলায় স্বাভাবিকভাবে আতঙ্কিত ছিলেন বাসিন্দারা।
আরও পড়ুন:যৌন হেনস্তায় বাধা পেতেই নাবালিকাকে খুন যুবকের
সোমবার সকালে খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন।বাসিন্দারা দাবি, লেপার্ড ধরতে এলাকার খাঁচা বসাতে হবে। গ্রামবাসীদের দাবি মেনে সোমবারই বিকেলে এলাকায় খাঁচা বসায় বন দফতর। সন্ধ্যার খাঁচায় টোপ হিসেবে দেওয়া হয় ছাগল। শেষমেষ খাঁচাবন্দি হয় লেপার্ডটি। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। বনকর্মীরা সেখানে গিয়ে খাঁচা সহ লেপার্ডটিকে নিয়ে যায়। জানা গিয়েছে, লেপার্ডটির স্বাস্থ্য পরীক্ষার পর সেটাকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।