ধূপগুড়ি: সমস্ত জল্পনা উড়িয়ে তৃণমূল (TMC) এবং বিজেপিকে (BJP) টেক্কা দিয়ে প্রার্থী ঘোষণায় এগিয়ে বাম (CPM) শিবির।আগামী ৫ সেপ্টেম্বর ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন৷ তার আগেই শুক্রবার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দেওয়া হল৷ সূত্রের খবর বাম প্রার্থীকে সমর্থনে এবার ধূপগুড়ি উপনির্বাচনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্র্রস। এ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বামফ্রন্ট সভাপতি বিমান বসুর সঙ্গে আলোচনা করেছে বলেও জানান গেছে।
এদিন সিপিএমের জেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ধুপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তাদের প্রার্থী হবেন ঈশ্বরচন্দ্র রায়৷একসময় শিক্ষকতা মূল পেশা ছিল ঈশ্বর বাবুর।সিপিএম দলে থাকার পাশাপাশি তিনি গণনাট্য সংঘের একজন শিল্পী।প্রায় চল্লিশ বছর থেকে সিপিএমের হয়ে সাধারণ মেহনতী মানুষের জন্য লড়াইয়ে অংশগ্রহণকারী ঈশ্বরচন্দ্রবাবুর।এর আগে দু’বার পঞ্চায়েত ভোটেও লড়েছেন।তিনি বলেন, দাবি প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ায় খুশিতো অবশ্যই, তবে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারলে আরও ভালো লাগবে। তিনি আরও বলেন, দল মত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে পৌঁছাবো। বর্তমান রাজ্য সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার দ্বারা কিভাবে বঞ্চিত হচ্ছে তা তুলে ধরব।
আরও পড়ুন: সাত সকালে জোড়া মৃতদেহ উদ্ধার, ধূপগুড়ি জুড়ে চাঞ্চল্য
এদিকে, প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই বাম সমর্থনে তৃণমূল এবং বিজেপিকে কটাক্ষ করে গানও বেধেছেন তিনি। নির্বাচনী প্রচারে বিন্দুমাত্র খামতি রাখতে নারাজ ঈশ্বরবাবু জানান দলের জেলা কমিটির কাছ থেকে নাম জানতে পেরেই নিজের এলাকাতে প্রচার শুরু করেছেন।তিনি শুধু তাই নয় ধুপগুড়ি বিধানসভার উপনির্বাচনকে পাখির চোখ করে আগামীতে ধুপগুড়িতে প্রচার কর্মসূচি রেখেছেন বাম শিবিরের হেভিওয়েটরা।