কলকাতা: পশ্চিমবঙ্গ দিবস (Foundation Day West Bengal ) নিয়ে আগামিকাল মঙ্গলবার সর্বদলীয় বৈঠক (All Party Meeting)। কিন্তু নবান্নের ওই বৈঠকে যোগ দিচ্ছে না রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, থাকছে না কংগ্রেস এবং বামেরাও। সরকারের তরফে আমন্ত্রণ পাওয়ার পর বৈঠকে বসেছিল বামফ্রন্ট। সেখানেই সিদ্ধান্ত হয়েছে, ওই সর্বদল বৈঠকে ফ্রন্টের কোনও শরিকই থাকবে না। এই সিদ্ধান্ত লিখিত ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েও দেওয়া হয়েছে।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, লক্ষ লক্ষ মানুষের মনে এখনও তাজা দেশভাগের যন্ত্রণা । সেই প্রেক্ষাপটে এই ধরনের কোনও প্রতিষ্ঠা দিবস পালনে আমরা বিশ্বাসী নই। একই সঙ্গে রাজ্যপালের নেওয়া পশ্চিমবঙ্গ দিবস পালনের কর্মসূচির বিরোধিতা করা হয় বামফ্রন্টের বৈঠকে। তাঁদের বক্তব্য, বেকারত্ব, কেন্দ্রীয় বঞ্চনা, জাত-ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা হচ্ছে। কিন্তু তা বাদ দিয়ে অন্য সব বিষয় নিয়ে মাতামাতি হচ্ছে।
আরও পড়ুন:বাংলায় তৃণমূল, কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়াই চলবে, বার্তা দিলেন অধীর
প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, পশ্চিমবঙ্গ দিবস কবে, তা ঠিক করবে রাজ্যের মানুষ। গুটিকয়েক রাজনৈতিক দল বাংলার জন্মদিন ঠিক করতে পারে না। যদি কোনও বিষয় নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকতেই হয়, রাজ্য সরকারকে তাহলে আইন-শৃঙ্খলা নিয়ে ডাকুন। এই রাজ্যে শাসকদল তৃণমূলের সঙ্গে বিজেপির রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে। সেটাকে সামনে রেখে হঠাৎ করে ইচ্ছামতো একটা দিন রাজ্যের জনগণের উপরে চাপিয়ে দেওয়া ঠিক নয় বলে মনে করেন অধীর। তিনি জানান, দলের তরফে কেউ ওই বৈঠকে যাবেন না।
বিজেপির রাজ্য মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, একটি অনৈতিহাসিক ও অবৈজ্ঞানিক তত্ত্বকে সামনে এনে ইতিহাস বিকৃত করার ঘৃণ্য ষড়যন্ত্র ও চক্রান্ত হচ্ছে। তার শরিক বিজেপি হবে না।