কলকাতা: ‘শব্দবাজি নয়, সবুজ বাজি বানান। তাতে টাকা কম উপার্জন হলেও জীবন বাঁচবে’। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বাজি প্রস্তুতকারীদের এমনটাই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে এখনও ৯ জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনা নিয়ে সরাসরি মন্তব্য না করলেও, এদিন তৃণমূল সুপ্রিমোর ইঙ্গিত যে দত্তপুকুর ছিল, তা নিয়ে সন্দেহ নেই রাজনৈতিক মহলের।
এদিকে পরিযায়ী শ্রমিক প্রসঙ্গে মমতা জানান, বাংলায় সব সুবিধা দেওয়া সত্ত্বেও কেউ বাইরে কাজ করলে গেলে তাঁর সরকারের কিছু করার নেই। তিনি বলেন, এখানে সব করে দিয়েছি। ব্যবসার টাকাও দেব বলেছি। তা-ও কেউ বাইরে গেলে আমি কী করতে পারি? বাংলা তো শিক্ষায় এক নম্বর। তা-ও বাইরে পড়তে যান অনেকে। যেতেই পারেন। পাশাপাশি এদিন তিনি বিজেপিকে সরাসরি আক্রমণ করেন সভামঞ্চ থেকে।
আরও পড়ুন: রাজ্যের স্কুলে চালু হচ্ছে এআই, ডেটা সায়েন্স
এদিন বাজি কারখানার বিস্ফোরণের কথা বলতে গিয়ে বিজেপিকে আক্রমণ করেন মমতা। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে তো মানুষ মরছেন। রেল দুর্ঘটনায় ৩০০ জন মারা গেলেন। মিজোরাম, মণিপুর, উত্তরপ্রদেশ, গুজরাতে মানুষ মারা যাচ্ছেন। সেখানে তো কোনও দল পাঠানো হচ্ছে না।