কলকাতা: শেষ সম্মান। গান স্যালুট দেওয়া হবে কে কে -কে। কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে সেই প্রস্তুতি।তাঁর মরদেহ বিমানবন্দরে আনার পরে এইখানেই গান স্যালুট দেওয়া হবে। বাঁকুড়ায় সভা শেষ করে বিশেষ বিমানে কলকাতায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঁকুড়ার সভা থেকে গভীর শোক প্রকাশ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আজ সকালে জানান, দমদমে গান স্যালুট দেওয়া হবে প্রয়াত বলিউড শিল্পীকে।তিনি থাকবেন শ্রদ্ধা জানানোর সময়।
কে কে’র মৃত্যুর খবর সামনে আসতেই রাত থেকেই সোশাল মিডিয়ায় মঙ্গলবারের অনুষ্ঠানের বিভিন্ন পোস্ট হতে থাকে। সেই পোস্টগুলিতেই দেখা যায়, বেলাগাম ভিড় হয়েছিল কে কে-র অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে কোনওরকমে ভিড় সরিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয়। যেখানে নজরুল মঞ্চে প্রায় আড়াই হাজার আসন রয়েছে, সেখানে এদিন সাত হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিল বলে অনেকের মত।সবটা খতিয়ে দেখছে কলকাতা পুলিস।
আরও পড়ুনK K Death: ভিড়ে ঠাসা নজরুল মঞ্চে পারফর্ম করা খুবই কষ্টকর, ফেসবুকে জানালেন রুপম ইসলাম