কলকাতা : আয়কর জমা (Income Tax Rrturn) দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই। এর মধ্যে আয়কর জমা না দিলে ক্ষতির মুখে পড়তে হতে পারে আপনাকে। নির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন না করলে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। শাস্তির মুখোমুখি হতে হবে আপনাকে। তাই ভুলেও কর ফাঁকি দেওয়ার কথা মনে আনবেন না। আজকে এই প্রতিবেদন আপনাদের জন্যই। আর মাত্র তিন দিন বাকি এর মধ্যেই আপনাকে আয়কর ফাইল করতে হবে।
আজকের দিনে দাঁড়িয়ে সরকার আইটিআর পোর্টালকে সহজ করে দিয়েছে। যা জেরে আপনি সহজেই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া, আপনার আয় যদি শুধুমাত্র মাসিক বেতন থেকে প্রাপ্ত হয়, তবে আপনি যদি নিজেই আইটিআর দাখিল করতে চান তবে আপনার আইটিআর ফর্ম বেছে নেওয়ার ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে।
আয়কর বিভাগের পোর্টাল ব্যবহার করে আপনি বিনামূল্যে আইটিআর ফাইল করতে পারেন। আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইটের মাধ্যমে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের পরিষেবা ব্যবহার করে বা অনলাইন বা থার্ড পার্টি ওয়েবসাইটগুলি ব্যবহার করেও আপনি নিজের আইটিআর ফাইল করতে পারেন।
আপনার অর্জিত আয় থেকে কোনও টিডিএস কেটে নেওয়া হয়, তাহলে ফেরত পাওয়ার একমাত্র উপায় হল আয়কর ফাইল করা যায়।
সময় মতো আয়কর ফাইল না করলে আপনার ৫ হাজারের জরিমানা হবে। জেলও হতে পারে।
আরও পড়ুন: Meal| Vande Bharat | বন্দে ভারতের খাবারে আরশোলা! ক্ষমা চাইল IRCTC
রিটার্ন ফাইলের সময় যে সব ক্ষেত্রে ছাড়ের আবেদন করছেন তার সংশ্লিষ্ট নথিপত্রও জমা দিতে হয় প্রমাণ হিসেবে। না হলেই তা ‘অসম্পূর্ণ’ বলে গণ্য হবে।
৩১ জুলাইয়ের আয়কর জমার শেষ দিন। এই সময়ের মধ্যে যদি আপনি আয়কর জমা না দেন, তাহলে আপনি এই অর্থবর্ষের জন্য আয়কর জমা দিতে পারবেন না এমনটা নয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত আয়কর জমা করতে পারবেন। কিন্তু তার জন্য আপনাকে জরিমানা দিতে হবে। আপনার যা রোজগার তার ১ শতাংশ জরিমানা হতে পারে।
প্রবীণ নাগরিকের বয়স ৭৫ বছর বা তার বেশি হলে আয়কর জমা দিতে হবে না। শুধুমাত্র পেনশন এবং সুদ থেকে আয় করেন এমন প্রবীণ নাগরিকরা যে ব্যাঙ্ক থেকে পেনশন আয় করছেন, সেই একই ব্যাঙ্ক থেকে তাঁর সুদের আয় থাকতে হবে। তবে তাদের আর রিটার্ন ফাইল করতে হবে না।