কলকাতা: ইন্ডিয়া জোটের (INDIA Bloc) প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পক্ষে সওয়াল করেছিল জগন রেড্ডির ওয়াইএসআরসিপি, উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পওয়ারের এনসিপি। এবার সেই শুরু গলা মেলালেন আরজেডি (RJD) প্রধান লালুপ্রসাদ যাদবও (Lalu Prasad Yadav)। ভারতের অন্যতম পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব এও বলেন, মমতার নেতৃত্ব নিয়ে কংগ্রেস বিরোধিতা করলে কিছুই যায় আসে না।
মহারাষ্ট্র এবং হরিয়ানার বিধানসভা নির্বাচনে কংগ্রেস তথা ইন্ডিয়া জোটের ভরাডুবি হয়েছে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের পারফরম্যান্স বার বার ওঠানামা করেছে। কিন্তু পশ্চিমবঙ্গে গেরুয়া শিবিরকে এখনও দাঁত ফোটাতে দেননি মমতা। সে কারণেই বিরোধী জোটের মাথা হিসেবে তাঁর নাম উঠে এসেছে প্রবলভাবে। এবার প্রাবল্য বাড়ল আরও।
আরও পড়ুন: ইউনুসের সঙ্গে সাক্ষাৎ বিক্রম মিস্রীর
লালুপ্রসাদ বলেন, “আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করব। তাঁকে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে দেওয়া উচিত।” এ নিয়ে কংগ্রেসের সম্ভাব্য বিরোধিতা সম্পর্কে আরজেডি প্রধান বলেন, “কংগ্রেসের বিরোধিতায় কিছুই আসে যায় না।” লালুর কনিষ্ঠ পুত্র তেজস্বী জানিয়েছেন, মমতার নেতৃত্ব নিয়ে তাঁর কোনও আপত্তি নেই, তবে তিনি চাইছেন এই সিদ্ধান্ত যেন সর্বসম্মতিক্রমে নেওয়া হয়।
এর আগে ওয়াইএসআরসিপি-র সাংসদ বিজয়সাই রেড্ডি টুইট করে লেখেন, “ইন্ডিয়া জোটের নেতৃত্ব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ প্রার্থী কারণ একটা জোটের নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় রাজনৈতিক এবং নির্বাচনী অভিজ্ঞতা তাঁর আছে। ৪২টি লোকসভা আসন বিশিষ্ট এক বড় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এবং বার বার নিজেকে প্রমাণ করেছেন।”
দেখুন খবর:
The post ‘ইন্ডিয়া’র নেত্রী মমতা! সওয়াল এবার লালুপ্রসাদেরও first appeared on KolkataTV.
The post ‘ইন্ডিয়া’র নেত্রী মমতা! সওয়াল এবার লালুপ্রসাদেরও appeared first on KolkataTV.