মেদিনীপুর: ঝাড়গ্রাম জেলার গড়শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারযাত্রা আটক, মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলার ঘটনায় সিআইডি তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। পাল্টা এই তদন্ত পক্ষপাতমূলক ও সিবিআই তদন্তের দাবি করে উচ্চ আদালতে যাচ্ছে কুড়মি সংগঠন। বুধবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে নিজেদের বৈঠকের পর কুড়মিরা জানান, সিবিআই তদন্ত ছাড়াও বীরবাহা হাঁসদা ও বিধায়ক দুলাল মুর্মু যে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেছেন, তার বিরুদ্ধে জঙ্গলমহলের সমস্ত থানায় অভিযোগ দায়ের হবে ওই দুজনের নামে।
গত ২৬ মে ঝাড়গ্রামে মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতে হামলার ঘটনায় সিআইডি তদন্ত শুরু করেছ। ইতিমধ্যে ১০ জন কুড়মি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এই তদন্ত প্রক্রিয়া সঠিক নয়, পক্ষপাতমূলক বলে দাবি করেছেন উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছে কুড়মি সংগঠন।
আরও পড়ুন: Accident | Pushpa2 | দুর্ঘটনার কবলে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ টিম
মেদিনীপুর শহরের সংগঠনের পক্ষ থেকে ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাত বলেন, সিআইডি তদন্ত পক্ষপাতমূলক। আমরা সিবিআইয়ের দাবিতে উচ্চ আদালতের দ্বারস্থ হচ্ছি। এজন্য কারও কোনও সহযোগিতা লাগবে না। জঙ্গলমহলের প্রতিটি কুড়মি পরিবারের কাছ থেকে এক টাকা করে চাঁদা সংগ্রহ করা হবে। সেই সঙ্গে কুড়মিদের সম্পর্কে মন্ত্রী বীরবাহা হাঁসদা ও বিধায়ক দুলাল মুর্মু যে জাতিবিদ্বেষমূলক মন্তব্য করেছেন, তার প্রতিবাদে জঙ্গলমহলের প্রতিটি থানায় তাদের দুজনের নামে এফআইআর করা হবে বলেও হুশিয়ারি দেয় কুড়মি নেতারা।