কলকাতা: রাজভবনকে ব্যবহার করে রাজ্যপাল সিভি আনন্দ বোস বই প্রকাশ করেছেন। অশোক স্তম্ভ এবং পাবলিশার হিসেবে যেভাবে রাজভবনের নাম ব্যবহার করেছেন তা অবিলম্বে তদন্তের দাবি করল তৃণমূল কংগ্রেস।
সাইলেন্স সাউন্ড গুডস (Silence Sounds Good) নামে যে বই সিভি আনন্দ বোস চতুর্থ সংকলন প্রকাশ করেছেন, তা বেআইনি বলে দাবি তৃণমূলের। মঙ্গলবার রাজভবনে রাজ্যপালের বিশেষ সচিব দেবাশীষ ঘোষের কাছে লিখিত অভিযোগ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, রাজভবনের ইনফ্রাস্ট্রাকচার ও আর্থিক সহায়তা নিয়ে রাজ্যপাল এই বইটি প্রকাশ করেছেন। এই বইটির সঙ্গে রাজভবনের কোনও সংযোগ নেই। এই বই প্রকাশের আগে তিনি রাষ্ট্রপতির অনুমতি নিয়েছিলেন কি না, প্রশ্ন তোলেন তৃণমূল মুখপাত্র।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Central Force | ৩১৫ কোম্পানি বাহিনী আসছে, কমিশনকে চিঠি কেন্দ্রের
তাঁর আরও অভিযোগ, একটি ব্যক্তিগত বই কীভাবে রাজভবনের প্রকাশনা থেকে প্রকাশ পেল? কীভাবে সরকারি অর্থ ব্যবহার করে এই বইটি একটি অনলাইন অ্যাপের মাধ্যমে ২৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে? এখান থেকে যে প্রকাশনা বেরিয়েছে, সেখানের বইটির কোনও মূল্য নির্ধারণ করা নেই। রাজভবনের ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে কেরলের বইটির বহু সংখ্যা পাঠানো হয়েছে, তা নিয়েও তদন্তের দাবি করেছে কুণাল।
রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য অবশ্য বলেন, আমি রাজভবনের মুখপাত্র নই। এই নিয়ে যা ব্যাখ্যা তা রাজভবনই দিতে পারবে।