তমলুক: পঞ্চায়েত ভোট নিয়ে বাংলায় যে অশান্তি ও সংঘর্ষের মতো ঘটনা ঘটে চলেছে, তা ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করার কথা জানিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই কথার প্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, উনি কী সময় বেঁধে দেবেন। রাজ্যপালকে আমরা সময় বেঁধে দিচ্ছি। ১১ জুলাই কাউন্টিং পর্যন্ত যদি নিজেকে সংশোধন করতে পারেন, তাহলে ফল প্রকাশের পর বাংলার যে প্রান্তে যাবেন কালো পতাকা দেখানো হবে বলে হুঁশিয়ারি।
সোমবার সন্ধ্যায় তমলুকে তৃণমূলের কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি আরও বলেন, আনন্দ বোস গো ব্যাক, আনন্দ বোস দুরহাটো এগুলো তাঁকে দেখতে হবে। তাই এখন থেকে ডেটলাইন তৈরি করে দিলাম। পাশাপাশি কুণাল বলেন, রাজ্যপাল বিজেপির ক্যাডার, বিজেপির দালাল। কারণ, ৭৩ হাজার বুথ। তার মধ্যে ৮/১০ টি জায়গায় গন্ডগোল হয়েছে। তাও আবার বিরোধীরা করাচ্ছে। কারণ, তাদের রক্ত দরকার, তাদের মৃতদেহ দরকার সেটা দেখিয়ে রাজ্যপালকে দেখিয়ে রাজনীতি করাবেন, কোর্টকে প্রভাবিত করবেন, কেন্দ্রীয়বাহিনী চাইবেন। তৃণমূলের কেউ মারা গেলে রাজ্যপাল তো তার বাড়ি যাওয়ার প্রয়োজন মনে করেননি এতোদিন। আমাদের সমালোচনার মুখে পড়ে নাটক করছেন। মণিপুরের অশান্তি বিরোধীদের চোখে পড়েনি। বাংলায় শান্তিতে নির্বাচন প্রক্রিয়া চলছে তাই ওরা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করে চলেছে।