কুলতলি: রাজনৈতিক হিংসায় উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনায় কুলতলি (Kultali)। তৃণমূল (TMC) নেতার বাড়িতে হামলা চালায় ও লুটপাট করে বিজেপি (BJP) ও সিপিএম (CPM) আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ করে স্থানীয় তৃণমূলের। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, তাদের প্রার্থী ও কর্মীদের বাড়িতে হামলা ভাঙচুরে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি (Kulatali of South 24 Parganas) থানার অন্তর্গত মেরিগঞ্জ ২ পঞ্চায়েতের কৈলাসনগর, পূর্ব শ্যামনগর এলাকায়। ঘটনায় গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলি চালানোর ঘটনা পুলিশ অস্বীকার করেছে। এই ঘটনায় হতাহতের কোন খবর নেই।
পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর থেকেই রাজ্য জেলায় জেলায় অশান্তির খবর সামনে এসেছে। ক্যানিং, ভাঙড়, মুর্শিদাবাদ, চোপড়া বলা যায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল। ইতিমধ্যেই প্রাণহানি হয়েছে আটজনের। রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগের করছে। এমন কি অশান্তির দায়ে রাজ্য নির্বাচনের ঘাড়েই চাপিয়েছেন রাজ্য সি ভি আনন্দ বোস। বিভিন্ন জেলায় শাসকদলেক প্রার্থীদের মারধরের অভিযোগ সমনে এসেছে। আবার বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন প্রতাহ্যারের চাপ দেওয়ার ওপরিবারের লোকজনকো ভয় দেখানোর অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে।
আরও পড়ুন: NIA | Ram Navami | রামনবমীর হিংসা মামলায় নথি দিচ্ছে না রাজ্য, হাইকোর্টে নালিশ এনআইএ
কুলতলিতে প্রার্থীদের বাড়িতে হামলা অভিযোগ উঠল। কুলতলি স্থানীয় তৃণমূলের প্রার্থী ও কর্মীদের একাধিক বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় বিজেপি ও সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর চড়াও হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এখনও এলাকায় বাইক বাহিনী তাণ্ডব চালাচ্ছে বলে দাবি বিজেপির। অন্যদিকে বিজেপির প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগের আঙুল উঠেছে বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঘটনার খবর পেয়ে কুলতলি থানার পুলিশ পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।