কলকাতা: নিম্নচাপের ফলায় বিদ্ধ বঙ্গ। সোমবার রাতভর বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই আকাশ কালো সঙ্গে চলছে ভারী বৃষ্টি (Heavy Rain Forecast)। শহর কলকাতার ঘুম ভেঙেছে তুমুল বৃষ্টির সঙ্গে। সকাল থেকে সামনে আসতে শুরু করেছে জল যন্ত্রণার ছবি। টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার (Kolkata Rain Waterlogging ) বিস্তীর্ণ এলাকা। কসবা থেকে কাঁকুরগাড়ি, টালা থেকে টালিগঞ্জ,সর্বত্রই জল থইথই। কোথাও হাঁটুজল তো কোথাও আবার গাড়ি-বাইক ডুবে যাচ্ছে জমা জলে। অফিসযাত্রীদের নাকাল অবস্থা। স্কুল-কলেজ পৌঁছতেও নাভিঃশ্বাস উঠছে পড়ুয়াদের। রাস্তায় পরিবহণের দেখা নেই। বাসের দেখা মিলেও তা সংখ্যায় কম। অটোর অবস্থা সেই একই। যাও বা অটো চলছে তাতে গুনতে হচ্ছে দ্বিগুন ভাড়া। কাজে বেরিয়ে ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা। বৃষ্টির জেরে রেললাইনে জল জমে ব্যাহত উত্তর ও দক্ষিণ শহরতলির ট্রেন চলাচল। দিনভর এমনই দুর্যোগ পরিস্থিতির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস।
মঙ্গলবার ভোররাত থেকেই মেঘ গর্জন সঙ্গে ঝেপে নেমেছে বৃষ্টি।রাস্তাঘাট ডুবে গিয়েছে, জলজমেছে ট্রেন লাইনও। পাম্প বসিয়ে বের করা হচ্ছে জল। একাধিক স্টেশনে সিগন্যালিং ব্যবস্থাতেও বিভ্রাট দেখা দিয়েছে। ফলে ব্যাহত হয়েছে রেল পরিষেবা। চরম দুর্ভোগের মুখে পড়েছেন রেলযাত্রীরা। জানা যাচ্ছে, শিয়ালদহ মেন শাখার একাধিক লাইনে জল জমেগিয়েছে। টিটাগর, বেলঘরিয়া, বারাসত সহ শিয়ালদহ মেন শাখার একাধিক লাইন জলে ডুবে গিয়েছে।
আরও পড়ুন: ৯ অগস্ট ‘কালীঘাট চলো’র ডাক অভয়া মঞ্চের
ভোর থেকে টানা বৃষ্টিতে কলকাতার চেনা জলযন্ত্রণার চিত্রটা ফুটে উঠেচে। শহরের রাস্তায় রাস্তায় জলজমেছে। যান চলাচল অপ্রতুল। পুরসভার পাম্পিং স্টেশনগুলি থেকে যে আপডেট সামনে এসেছে, তাতে কলকাতার কোথাও কোথাও হাঁটু সমান জল জমেছে। যদিও কলকাতা পুরসভার তরফে জল জমা নিয়ে নজরদারি চলছে। আধিকারিকরা সর্বক্ষণ সেদিকে নজর রেখে অতিরিক্ত জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করেছেন।
একটানা বৃষ্টিতে জল থইথই দক্ষিণে রাসবিহারী, বেহালা, বালিগঞ্জ থেকে উত্তর কলকাতার ঠনঠনিয়া, সুকিয়া স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ সহ বিস্তীর্ণ অংশের জল জমার ছবি চোখে পড়ছে। জল জমেছে ঢাকুরিয়া, যাদবপুর,উল্টোডাঙা সহ কলকাতার বিস্তীর্ণ অংশে। বাস, ট্রাম, ট্যাক্সি চলাচলে সমস্যা। ফলে কাজে বেরিয়ে গন্তব্যে পৌঁছতে অনেকটা দেরি হচ্ছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যোধপুর পার্ক নিকাশি পাম্পিং স্টেশন এলাকায়। রাত থেকে সকাল পর্যন্ত ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে।
অন্য খবর দেখুন