কলকাতা: বেহালার দুর্ঘটনার পর পণ্যবাহী ট্রাক চলাচলের ক্ষেত্রে কড়া কড়া পদক্ষেপ করল কলকাতা পুলিশ। কলকাতা শহরে পণ্যবাহী ট্রাক প্রবেশ নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল কলকাতা ট্রাফিক পুলিশ। মঙ্গলবার কলকাতা ট্র্যাফিক পুলিশের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পণ্যবাহী ট্রাক ও লরি কলকাতার রাস্তায় চলাচল করতে পারবে না। এত দিন সকাল ৮টা থেকে শহরে এই নিয়ম বলবৎ ছিল। কারণ, কলকাতায় একাধিক স্কুলের ক্লাস শুরু হয় সকাল সাড়ে ৭টা কিংবা ৮টা থেকে। এই সময় ট্রাক-লরি চলাচল করলে স্বাভাবিক ভাবেই ঝুঁকি থেকে যায়। এর পরই সোমবার রাতে লালবাজারের তরফে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। তবে পুরনো নির্দেশিকা মেনেই কেবলমাত্র পচনশীল ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে যাতায়াতকারী ট্রাক-লরি রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত চলাচল করতে পারবে। কলকাতা বন্দর এলাকাতেও এই নতুন নির্দেশিকা কার্যকর হবে না বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবারই সকালে স্কুল যাওয়ার পথে বেহালায় দুর্ঘটনায় মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারের। ঘটনাকে কেন্দ্র করে সাতসকালে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল বেহালা চৌরাস্তায়। ওই ছাত্রের বাবাও গুরুতর জখম হয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। ওই দিন রাতে হেস্টিংস থানা এলাকায় দ্বিতীয় হুগলি সেতু লরির ধাক্কায় মৃত্যু হয় এক হোটেল কর্মীর। সোমবার রাতে উলুবেড়িয়াতে ট্রেলারে ধাক্কায় মৃত্যু হয় দুই অধ্যাপিকা সহ গাড়ির চালকের। শহরের রাস্তায় একের পর এক পথ দুর্ঘটনা, যা ঘিরে পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।