কলকাতা: এবার যাত্রী সুবিধার্থে নয়া সংযোজন কলকাতা মেট্রোর। কলকাতা মেট্রো তে বসানো হচ্ছে ট্রেন কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম। এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মেট্রোর দরজা খোলা ও বন্ধের পরিষেবা দেখতে পারবেন ড্রাইভার এবং গার্ড। শনিবার মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে এমনই তথ্য পাওয়া গিয়েছে।
মেট্রো সূত্রে খবর, এই প্রযুক্তির ফলে মেট্রোর বিপরীত দরজা খোলার মতো ঘটনা এড়ানো সম্ভব হবে। সেই সঙ্গে ভিড়ের সময় কোনও যাত্রী দরজায় আটকে আছে কিনা তাও শনাক্ত করা যাবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এর আগে দরজা খুলে মেট্রো চলার ঘটনা দেখা গিয়েছে। তাই এই নতুন প্রযুক্তির মাধ্যমে এই বিষয়গুলোকে সুনিশ্চিত করতে চাইছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
আরও পড়ুন: নাসিমের গ্রেফতারির খবর শুনেই অসুস্থ হয়ে পড়লেন মা নূরজাহান আখতার
সূত্রের খবর, এই অত্যাধুনিক প্রযুক্তি এখনও পর্যন্ত একটি রেক বসানো হয়েছে। সেই সঙ্গে মেট্রো রান প্রক্রিয়া চালু করা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ আলাদাভাবে মেট্রোর ড্রাইভারের নির্দেশই খুলবে এই দরজা। আপাতত উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবায় এই প্রযুক্তির ব্যবস্থা করা হবে। পরবর্তীতে ধীরে ধীরে ইস্ট ওয়েস্ট ও জোকাতারা সেকশনেও এই প্রযুক্তি বসানো হবে বলে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে।