কলকাতা: শেষলগ্নে পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে সকাল থেকেই পথে নেমেছেন মানুষ। কম ভিড়ে অনেকেই দেখে নিতে চান পুজোগুলি। উত্তর থেকে দক্ষিণ, সমস্ত পুজো মণ্ডপেই মানুষের ঢল। সপ্তমী, অষ্টমী জনজোয়ারে ভেসে ছিল গোটা কলকাতা। নবমীতেও সে জনস্রোত পথে নামবে। সকাল থেকে ভিড় জমছে পুজো (Durga Pujo 2023) মণ্ডপগুলিতে। আপাতত ট্র্যাফিক কন্ট্রোল স্বাভাবিক। তবে আজকেই পুজোর শেষদিন। তাই সন্ধ্যায় ভিড় বাড়তে পারে। তবে সম্পূর্ণরূপে প্রস্তুত কলকাতা ট্র্যাফিক পুলিশ (Kolkata Police)। সন্ধ্যার ভিড় সামাল দিতে পুলিশের তরফে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুজোর ভিড়ে সবাইকে ছাপিয়ে গেল কালীঘাট মেট্রো। পিছিয়ে নেই দমদম, শোভাবাজারও। পুজোর কয়েকদিন মেট্রোর (Kolkata Metro) আয়ও বাড়ল অনেকটাই।
কলকাতার উত্তর থেকে অপর দক্ষিণে ঠাকুর দেখার ক্ষেত্রে অনেকের কাছেই বড় ভরসা মেট্রো। উত্তর থেকে দক্ষিণে মেট্রোতে চেপেই চলছে ঠাকুর দেখা। তবে সেই মহালয়ার পর থেকেই কলকাতা মেট্রোতে জনপ্লাবন লেগেছে। আর সপ্তমী আর অষ্টমীর রাতে একেবারে গিজ গিজ করছে ভিড়। সপ্তমী থেকেই নবমী পর্যন্ত কলকাতা মেট্রো সারারাত ধরে চলছে। আর সেখানে ভিড় একেবারে চোখে পড়ার মতো। মেট্রো সূত্রের খবর, এবার ভিড়ের নিরিখে সবাইকে ছাপিয়ে গেল কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট মেট্রো স্টেশনে যাতায়াত করেছে ৮১,১৯৮জন। দমদমে যাত্রী ছিল ৬৯১০৬জন, শোভাবাজার মেট্রো স্টেশনে ৫৪৩৪৬জন, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে যাত্রী ছিল ৪৪ হাজারের থেকে কিছুটা বেশি।
পুজোর কয়েকদিন মেট্রোর আয়ও বাড়ল অনেকটাই। এদিকে পুজোর মতো মেগা ইভেন্টে মেট্রোর নিরাপত্তায় যাতে কোনও খুঁত না থাকে সেজন্য প্রয়োজনাীয় ব্য়বস্থা করা হয়েছে। মহিলা, শিশুদের, বৃদ্ধদের নিরাপত্তার দিকে খেয়াল রাখা হচ্ছে। টিকিট কাটার লাইনে যাতে বিশৃঙ্খলা না হয় সেটা দেখা হচ্ছে। নবমী উপলক্ষে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কলকাতা শহরের মধ্যে সব ধরনের পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকবে। জনসাধারণের নিরাপত্তা ও সুবিধার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।