কলকাতা: সোমবার থেকে শুরু হচ্ছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিন বিকেল ৪টেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন। করোনার কারণে এবছর জানুয়ারি মাসে এই উৎসব করা সম্ভব হয়নি। তখনই জানানো হয়েছিল করোনা পরিস্থিতির উন্নতি হলে এপ্রিল মাসে উৎসবের আয়োজন করা হবে। সেইমতোই আজ থেকে শুরু হতে চলেছে ২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসব।
করোনার কারণে অন্যান্য বছরের থেকে এবার অনুষ্ঠানের পরিসর কমানো হয়েছে। ছোট হয়েছে অতিথিদের তালিকাও। উপস্থিত থাকছেন টলিউডের শিল্পী ও কলাকুশলীরা। এ বার নন্দন নয়। নজরুল মঞ্চে উদ্বোধনী সিনেমা প্রদর্শিত হবে। উৎসবের সূচনা হবে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’ ছবি দিয়ে। চলচ্চিত্র উৎসব চলবে আগামী ১ মে পর্যন্ত।
২৭ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি ফিনল্যান্ড। এবার কম্পিটিশন ক্যাটাগরিতে থাকছে বিভিন্ন ভারতীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র, এশিয়ান দেশগুলির বাছাই করা কিছু ছবি, ভারতীয় শর্ট ফিল্মস, ডকুমেন্টরি। নন-কম্পিটিশন ক্যাটাগরিতে থাকছে আন্তর্জাতিক ছবি, বিরল ভাষার কিছু ছবি, ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষে স্বাধীনতা সংগ্রামের উপর নির্মিত চলচ্চিত্র, একাধিক বাংলা প্যানোরামা, স্পেশ্যাল ট্রিবিউট। এবারের চলচ্চিত্র উৎসবে অংশ নেবে ৪০টি দেশ। মোট ফিচার ফিল্ম থাকছে ১০৪টি, মোট শর্ট ডকুমেন্টরি ৫৯টি, ৪৬টি বিদেশি ফিল্ম প্রদর্শিত হবে এই উৎসবে।
আরও পড়ুন: Mainaguri Rape Attempt: লড়াই শেষ, ময়নাগুড়ির সেই দগ্ধ নাবালিকার মৃত্যু
করোনার কারণে চলতি বছরে জানুয়ারিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বদলে নবান্ন সভাঘর থেকে ভার্চুয়ালি উদ্বোধন হওয়ার কথা ছিল এই উৎসবের। কিন্তু করোনা আবহে সেই পরিকল্পনাও বাতিল হয়ে যায়। সেইসময় করোনা আক্রান্ত হন উৎসবের চেয়ারপার্সন রাজ চক্রবর্তী এবং আয়োজক কমিটির সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়।