কলকাতা: কলকাতায় বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ। এরই মধ্যে বৃহস্পতিবার আতঙ্ক বাড়ল এ বছরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২০০-র গণ্ডি পার করে গিয়েছে। দৈনিক গড়ে ১০ জন অন্তত ডেঙ্গিতে আক্রান্ত হচ্ছে। দক্ষিণ দমদমে (South Dum Dum) মশার বাড়বাড়ন্তের জেরে এই ডেঙ্গির প্রকোপ বেড়েছে। এই অবস্থায় সেনাকে মশা দমনের প্রশিক্ষণ দেবে কলকাতা পুরসভার মশা দমন বিভাগ। আলিপুরের কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ মশা নিয়ন্ত্রণের জন্য প্রশিক্ষণ পেতে চেয়ে কলকাতা পুরসভার কাছে আর্জি জানিয়েছিল।
পুরসভা সূত্রে খবর, ২১ এবং ৩১ নম্বর ওয়ার্ড থেকে আক্রান্তের সংখ্যা বেশি। সেখাকার পুরপ্রতিনিধিরা দাবি করেছিলেন, এলাকা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। সে সব জায়গায় জমা জল সরানো, এলাকা পরিচ্ছন্ন রাখা, ব্লিচিং ছড়ানো, মশার ওষুধ স্প্রে করার উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। বাসিন্দাদের একাংশের কথায়, বৃষ্টির পরিমাণ বাড়ছে। ফলে ফাঁকা বা ব্যবহৃত জমি, নিচু এলাকায় জল জমছে। এলাকায় জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছেই।
আরও পড়ুন: যাদবপুরে শুভেন্দুকে কালো পতাকা, ধুন্ধুমার
দক্ষিণ দমদম পুরসভা সূত্রের খবর, পুর হাসপাতালে বর্তমানে ১৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। পুর এলাকায় আক্রান্তের সংখ্যা কম-বেশি ২০০। পুরসভা সূত্রের খবর, ব্যবহৃত জমি, গুদাম, কারখানা পরিচ্ছন্ন রাখার আবেদন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নোটিস পাঠাচ্ছে পুরসভা। প্রতিটি ওয়ার্ডেই মশা নিয়ন্ত্রণের কাজে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষত যে সব জায়গায় সংক্রমণ বেশি, সেখানে নিয়মিত নজরদারি এবং মশা নিয়ন্ত্রণের কাজ করা হচ্ছে। ধারণ মানুষ উদাসীন বলে অভিযোগ দক্ষিণ দমদম পুরসভার।
ফের ডেঙ্গিতে মৃত্যু হল আসানসোলে। এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক কিশোরের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডে রাঙানিয়া পাড়া এলাকায়। মৃত ওই কিশোরের নাম অবিনাশ সাও।