ওয়েব ডেস্ক: সোমবার কোজাগরী লক্ষীপুজো। তার আগে যাবতীয় কেনাকাটা সেরে নিতে সকাল থেকেই ভিড় বাজারে। কিন্তু ফুল, ফল, আনাজ কিনতে গিয়ে নাভিশ্বাস উঠে আসছে বাঙালির। একেবারে দৈনন্দিন জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জেরে জেরবার সাধারণ মানুষ। তার উপর পুজোর জন্য ফুল, ফল কিনতে গিয়ে দাম শুনেই চোখ কপালে উঠে যাচ্ছে আমজনতার। ধণ ও ঐশ্বর্যের দেবীকে তুষ্ট করার সাধ থাকলেও সাধ্যে কুলচ্ছেনা, এমনটাই বলছেন ত্রেতারা। তাই হাত চেপে সারতে হচ্ছে লক্ষ্মীপুজোর বাজার। অন্যদিকে দোকানিদের বক্তব্য, বাজার পরিস্থিতি ও আমদানির সঙ্গে তাল মিলিয়েই দাম বাড়ে বা কমে। সেদিকে তাকিয়ে মানুষ তার সামর্থ্য অনুযায়ী লক্ষীপুজোর বাজার করছেন।
আরও পড়ুন: রবিবার পুজো কার্নিভাল, ভিড় সামলাতে চলবে বাড়তি মেট্রো
দেখুন খবর: