খেজুরি: খেজুরি তে বিস্ফোরণের ঘটনায় এনআইএ-র হাতে গ্রেফতার তিন তৃনমূল নেতা। সোমবার রাতে তৃণমূলের নেতাসহ ২ জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে এনআইএ। তাঁর মধ্যে রয়েছেন তৃনমূল বুথ সভাপতি সমর শঙ্কর মণ্ডল। এছাড়াও দুই দাপুটে তৃণমূল কর্মী শহিদুল আলি খান এবং শেখ আরিফ বিল্লা। সোমবার বিকেলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য চন্ডিপুরে এএনআই ক্যাম্পে ডাকা হয়েছিল। তাদের কথাবার্তায় অসঙ্গতি থাকায় গ্রেফতার করা হয় তাদের।
৩রা জানুয়ারি খেজুরি দক্ষিণের জনকা অঞ্চলের ১৯৫ নম্বর বুথে বোমা বিস্ফোরণ হয়। অভিযোগ, ওই এলাকায় বোমা বাঁধার সময় বোমা ফেটে বিস্ফোরণ ঘটে। ঘটনার পর আহত দুজনকে তমলুক জেলা হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসকরা একজনকে মৃত ঘোষনা করেন। মৃতের নাম অনুপ দাস। ওই ঘটনায় তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছিল যে, ওই বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার ফলে এমন ঘটনা ঘটেছিল। কিন্তু এই তথ্য পরবর্তীকালে খারিজ করে দেওয়া হয়। সেখানে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানান। অবশেষে জানুয়ারি মাসের শেষের দিকে এই ঘটনার তদন্তভার দেওয়া হয় এনআইএকে।
আরও পডুন: Malda Bomb Blast: মালদহ বোমা বিস্ফোরণে NIA তদন্তের আর্জি, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা
এনআইএ সূত্রে খবর, এই তিন জনকে গ্রেফতারের আগে প্রায় ৫০ জন তৃণমূল নেতাকে চিঠি পাঠানো হয়েছিল। সেই তালিকায় এই অঞ্চলের স্থানীয় হেভিওয়েট মন্ত্রিরাও ছিলেন। শেষমেশ তৃণমূলের ওই তিন নেতাকে গ্রেফতার করা হয়।