পশ্চিম মেদিনীপুর: খড়গপুর শহরের একেবারে খরিদা এলাকায় মাটিতে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। বামপন্থী সংগঠনের নেতা অনিল দাসকে তৃণমূল নেত্রী বেবি কোলে ও তার দলবল মারধর (Kharagpur TMC Leader Beat-old CPM Leader) করে বলে অভিযোগ। প্রকাশ্য রাস্তায় প্রবীণ প্রাক্তন সিপিএম নেতাকে মারধর করে মুখে কালি লাগিয়ে দেওয়ার অভিযোগ। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর (Kharagpur) শহরের খরিদা এলাকার ঘটনা। অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলেকে শোকজ করল তৃণমূল কংগ্রেস।
অন্যায়ের প্রতিবাদ করায় ষাটোর্ধ্ব ব্যক্তিকে রাস্তায় ফেলে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠল এলাকায় তৃণমূল নেত্রী হিসেবে পরিচিত এক মহিলার বিরুদ্ধে। তিনি আগে সিপিএমের নেতা ছিলেন। দীর্ঘদিন ধরেই তাঁর সঙ্গে সিপিএমের যোগাযোগ নেই। তিনি এখন ‘আমরা বামপন্থী, খড়্গপুর’ নামে একটি সংগঠন চালান। সোমবার তাঁর উপরেই হামলার অভিযোগ উঠেছে বেবি কোলে এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। এরপরে নিজেকে বাঁচাতে গিয়ে রংয়ের দোকানে ঢুকে যায় অনিল দাস। সেখানেও তাকে মারধর করে বলে অভিযোগ। এমন কি রঙের ডাব্বা তার গায়ে ফেলে দেয় বলে অভিযোগ। এরপরে স্থানীয়দের মদত এ খড়গপুর টাউন থানা পৌঁছে লিখিত অভিযোগ জানায় ওই নেত্রীর বিরুদ্ধে। খবর পেয়ে আছেন খড়গপুর সদরের প্রাক্তন বিধায়ক প্রাক্তন চেয়ারপারসন প্রদীপ সরকার।
আরও পড়ুন: ফের নাবালিকা ধর্ষণের অভিযোগে তোলপাড় বাঁকুড়া, গ্রেফতার অভিযুক্ত
প্রদীপ সরকার জানিয়েছেন বেবি কোলে তাদের দলের লোক তবে বিবি কোলে এখন কি পদে আছে তিনি জানেন না পুলিশকে বলব অবিলম্বে ব্যবস্থা নিতে। আক্রান্ত অনিল দাসের অভিযোগ, দিনকয়েক আগে খরিদায় তাঁর পড়শি দুর্গা সাহুর বাড়ির দেওয়াল ভেঙে দিয়ে এবং শৌচাগার বন্ধ করে দিয়ে অত্যাচার চালাচ্ছিলেন তৃণমূল নেত্রী বেবি কোলে। সেই ঘটনার প্রতিবাদ করেন তিনি। বেবি কোলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন দুর্গা সাহু। অন্যায়ের প্রতিবাদ আমরা থানায় এসে করি। আজ আমি যখন ওখান দিয়ে যাচ্ছিলাম ওঁরা আগে থেকেই পরিকল্পিতভাবে বসে ছিল। রাস্তায় ফেলে এলোপাথারিভাবে মারধর করল। যদিও এই ঘটনার পরে বেবি কলে কে বারবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
দেখুন ভিডিও