জলপাইগুড়ি: তীব্র দহনজ্বালায় দগ্ধ দক্ষিণবঙ্গ। গরম থেকে খানিকটা স্বস্তি পেতে পর্যটকেরা ছুটে আসছেন কালিম্পংয়ের (Kalimpong) লাভায় (Lava)। সকলেই চাইছেন কটা দিন ছুটি নিয়ে পাহাড়মুখী হতে। রবিবার ছুটির দুপুরে লাভায় পর্যটকদের ঢল নেমেছিল। কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার থেকেও অনেকেই এদিন মেঘ -রোদের খেলায় পাহাড়ের রূপ লাবণ্য দেখতে ছুটে এসেছিলেন। পাহাড়ের অপরুপ স্নিগ্ধ সৌন্দর্য লেন্স বন্দি করতে দেখা গিয়েছে পর্যটকদের (Crowded Tourists)।
আরও পড়ুন: ঘুরে আসতেই পারেন পুরীর কাছেই এই শিল্পগ্রামে!
গরমে কটা দিন কাটানোর জন্য দারুন জায়গা কালিম্পংয়ে। এখানকার ভিউ অসাধারণ। তাই কালিম্পংয়ের আনাচে-কাচানে ঢল নেমেছে পর্যটকদের (Kalimpong Crowded Tourists)। গত বছরের তুলনায় চলতি বছরে হোটেল বুকিং এর পরিমাণ বেড়ে গেছে। প্রচন্ড গরমের হাত থেকে নিস্তার পেতে অনেকেই ডেস্টিনেশন হিসাবে বেছে নিচ্ছেন পাহাড়। কলকাতা থেকে লাভায় আসা পর্যটক শঙ্কর ভট্টাচার্য বলেন, ” কলকাতার তীব্র গরমের হাত থেকে দিন কয়েক স্বস্তি পেতেই এখানে ছুটে আসা। পাইনের জঙ্গলে গায়ে গরম পোশাক পরে ঘুরে বেড়াচ্ছি। এ আনন্দ সত্যিই স্বর্গসুখ। কলকাতা ফেরার কথা মনে হলেই আতঙ্ক হচ্ছে। অমৃতা ভট্টাচার্য বলেন ” গায়ের উপর দিয়ে মেঘ উড়ে যাচ্ছে! এমন পরিবেশ ছেড়ে যেতে মন চাইছে না একদমই। কলকাতা ফেরাটা যদি বাতিল করতে পারতাম! মনে হচ্ছে এখানেই থেকে যাই।
দেখুন ভিডিও