কলকাতা: ভ্যাপসা গরম ও চাঁদিফাটা গরমে নাজেহাল বঙ্গবাসী। এই জ্বালা পোড়া গরম থেকে কবে রেহাই মিলবে সেই প্রশ্ন সকলের। এবার সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বলছে, আগামী ৪৮ ঘণ্টায় পাঁচ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী (Kalbaisakhi)। বৃহস্পতিবারের পর থেকে কলকাতা-সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই কমবেশি ঝড়বৃষ্টি (Rain Strom Forecast) হতে পারে। বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
একটানা ভ্যাপসা গরম চলেছে পশ্চিমের জেলাগুলিতে। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে সকাল থেকেই গলদঘর্ম অবস্থা পশ্চিমের জেলাগুলির। কিন্তু বৃহস্পতিবার বিকাল থেকেই ছবিটা কিছুটা বদলে গেল।বৃহস্পতিবার দুপুরের পর আবহাওয়ার দাওয়া বদল ঘটল। মেঘের দেখা মিলল কলকাতার আকাশেও। হাওয়া অফিস বলছে, এদিন দক্ষিণের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। রাতের দিকে কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলেও ঝড়ো হাওয়া-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আরও পড়ুন: পরীক্ষায় বসতে হলে, জনপ্রতিনিধিদের ফের নির্বাচিত হতে হবে, হুঁশিয়ারি চাকরিহারাদের
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বীরভূম, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখী বইতে পারে আগামী ৪৮ ঘণ্টায়। বজ্রপাত ও শিলাবৃষ্টির সঙ্গে ৬০ থেকে ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার থেকে ঝড়বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর পরিস্থিতি চার জেলাতে-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা-সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিক্ষিপ্তভাবে।
শুক্রবার কালবৈশাখীর মতো পরিস্থিতি থাকবে দুই জেলাতে-নদিয়া ও মুর্শিদাবাদে। ঝড়বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ সব জেলাতে রয়েছে। শনি ও রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা-সহ সব জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবারের ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে।
দেখুন ভিডিও