ধূপগুড়ি: ধূপগুড়ির বিডিও-র বক্তব্যে বিস্মিত বিচারপতি অমৃতা সিনহা। বৃহস্পতিবার এজলাসে বিডিও সওয়াল করে বলেন, ওই প্রার্থী নিজেই ব্যালট লুকিয়ে রেখেছিলেন, যাতে পরে বাক্সের মধ্যে ব্যালট পেপার ঢুকিয়ে দিতে পারেন। ধূপগুড়ির শাকোয়াঝোরা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি ঘটনাকে ঘিরে মামলা উত্তেজনা সৃষ্টি হয়েছে আদালতে।
অভিযোগ সেখানকার ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে থেকে ৪৭টি ব্যালট উদ্ধার হয়েছিল।এ ই নিয়ে আদালতের দ্বারস্থ হন শাহনাজ পারভিন নামে এক প্রার্থী। শুনানিতে দেখা যায় ২৮৯টি ভোটগ্রহণ করা হলেও ২৯৬টি ভোট গণনা করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্ময়প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। শুনানিতে দেখা যায়, ব্যালট হারিয়ে যাওয়ার কথা যা বিডিও জানতেন না। তখন তিনি বলেন, ওই প্রার্থী নিজেই ব্যালট লুকিয়ে রেখেছিলেন, যাতে পরে বাক্সের মধ্যে ব্যালট পেপার ঢুকিয়ে দিতে পারেন। বিডিওর মন্তব্যে পাল্টা বিচারপতি প্রশ্ন করেন, প্রার্থী জেতার জন্য ভোটে দাঁড়ান। ব্যালট বাড়িতে রেখে দিয়ে কী হবে? বিচারপতির মন্তব্য,’ভয়ঙ্কর প্রবণতা’। প্রিসাইডিং অফিসারকে মামলায় পার্টি করার নির্দেশ দিলেন বিচারপতি।
আরও পড়ুন: মণিপুর ইস্যুতে ‘মধ্যপন্থা’র প্রস্তাব ইন্ডিয়ার, লোকসভায় দিল্লি বিল পেশ শাহের
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)